কবিতা ভাবনা
বিক্ষিপ্ত কথামালা সাজালেই যদি কবিতা হয়
তাহলে ইহাও একখান কবিতা –
ভাবনাগুলো গিরি গুহা হয়ে পাথার-প্রান্তরে খাবি খেতে খেতে নিমেষে খামচে ধরে কবিতার পাতা। উহারা কখনো ভাসে, কখনো ভাসায়... ভাবনার নাব্যতায় কখনো ভাসে কবি, কখনো হারায়।
নিরুপায় কবি; একটু একটু করে খাতার দখল চলে যায় কিছু শৃংখলে বাঁধা উশৃংখল শব্দের কোলে। মগজ গলে গলে পড়ে, প্রশান্তিরা উষ্ণশিখা হয়ে নাসিকায় জ্বলে আর পেয়ালায় ওমর খৈয়াম ঢেলে চলে নিঃশব্দ পান।
ঝর্ণার প্রস্রবণের মতই উপল ছুঁয়ে সুখের ব্যথারা নদী হয়ে ছুটে সাগর মোহনায় আর কবিতার ভেলায় ভেসে কবি স্বপ্ন দেখে সাগর পাড়ি দেবার। এভাবেই কুঁড়ি মেলে একটি নতুন আখ্যান। আমি কবি হয়ে উঠি! সত্যি কি তাই!!
তাহলে ইহাও একখান কবিতা –
ভাবনাগুলো গিরি গুহা হয়ে পাথার-প্রান্তরে খাবি খেতে খেতে নিমেষে খামচে ধরে কবিতার পাতা। উহারা কখনো ভাসে, কখনো ভাসায়... ভাবনার নাব্যতায় কখনো ভাসে কবি, কখনো হারায়।
নিরুপায় কবি; একটু একটু করে খাতার দখল চলে যায় কিছু শৃংখলে বাঁধা উশৃংখল শব্দের কোলে। মগজ গলে গলে পড়ে, প্রশান্তিরা উষ্ণশিখা হয়ে নাসিকায় জ্বলে আর পেয়ালায় ওমর খৈয়াম ঢেলে চলে নিঃশব্দ পান।
ঝর্ণার প্রস্রবণের মতই উপল ছুঁয়ে সুখের ব্যথারা নদী হয়ে ছুটে সাগর মোহনায় আর কবিতার ভেলায় ভেসে কবি স্বপ্ন দেখে সাগর পাড়ি দেবার। এভাবেই কুঁড়ি মেলে একটি নতুন আখ্যান। আমি কবি হয়ে উঠি! সত্যি কি তাই!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১৪/১২/২০১৪
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪খুবই ভালো লাগলো,আর আপনি যেনে খুশী হবেন যে ,আজ আমি শুধুই আপনার পাতার কবিতা আর সমস্ত লেখা পড়ছি ,আশা আছে সবগুলো লেখা পড়বো এবং আশা রাখি এক একদিন সবার লেখা পড়বো যতটুকু সময় পাই ,যদি ও আমি নতুন ১৭/১১/২০১৪ ইং তারিখ হতে আমার লেখা প্রকাশিত হয়েছে,ধন্যবাদ ।
-
রক্তিম ১১/১১/২০১৪বাহ সুন্দর একটা ভাবনা কবিতা নিয়ে । আমি আপ্লুত ।
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪ata ki tomar sei hobita na momgara kabita ta
-
আসগার এইচ পারভেজ ১০/১১/২০১৪বিক্ষিপ্ত কথামালাকে ছন্দবদ্ধভাবে সাজালেই কবিতা হয় !....
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/১১/২০১৪সব বুঝদের মাঝে নিজেকে খুবই অবুঝ মনে হয়। নিজেকে শুধু বলি বাছা দেখে যা বড়রা কি করে।
-
রেনেসাঁ সাহা ০৬/১১/২০১৪আপনার লেখায় সর্বত্র মজা পাওয়া যায়। আপনার কবিতায় বিষ্ময়ে হতবাক হই না, মাধুর্যে মুগ্ধ হয় পাঠকেরা।
-
রেনেসাঁ সাহা ০৬/১১/২০১৪কবিতার ভাবনা যথার্থ। তবে শেষে বলতে চাই, কবি নন, যে কবিতার ভেলায় ভেসে পাঠক স্বপ্ন দেখে সাগর পাড়ি দেবার, সেই কবিতাই সার্থক কবিতা।
আর আপনি যথার্থই বলেছেন, বিক্ষিপ্ত কথামালা সাজালেই কবিতা হয় না। তবে অনেক কবিতাই বিক্ষিপ্ত কথামালা সাজিয়ে তৈরি হয়। এ যেন ওঝার মন্ত্র পড়া। ওঝাও কিচ্ছু বুঝে না, কি মন্ত্র পড়ছে। আর যজমানও জানে না কি হচ্ছে। দুজনেই জানে ভূত ছাড়ছে। আর কবিতায় দেখি কখনো কখনও প্রথমদিকে বিক্ষিপ্ত কথামালা, আর শেষে দু'টি চমৎকার বাক্য। বিস্মিত করে দেবার চেষ্টা। ভানুমতীর খেল। আমি এখন এমন কবিতার হালচাল বুঝে গেছি। যে অভিজ্ঞ , সে জানে এইবার ঝুলি থেকে ডিম বের হবে, কবিতার একমাত্র এবং শেষ লাইনের চমক দেখা যাবে। বোকায় শুধু হাত-পা নাড়া দেখতে ব্যস্ত থাকে এবং হঠাত্ শেষের চমক (এবং একমাত্র চমক) দেখে অবাক হয়ে যায়। । -
কৌশিক আজাদ প্রণয় ০৬/১১/২০১৪কবিতার জন্ম !!! কবির বিক্ষিপ্ত ভাবনাগুলো যখন মুক্ত শব্দাবলীকে শৃঙ্খলিত করে কলমের উষ্ণ ঔরসে ছড়িয়ে যায় ডায়েরির পাতায়, জন্মে ওঠে কবিতা, কখনো স্বপ্নকে, কখনো বিষাদকে কখনোবা প্রেমকে অলঙ্কার করে। বরাবরের মতই এই ভিন্নধর্মী আয়োজনে মুগ্ধ হলাম গুরু।
-
জমাতুল ইসলাম পরাগ ০৬/১১/২০১৪খিস্তি খেউড় বলছেন কেন কবি,
আমিতো বলব, ওফফাইন! -
স্বপন শর্মা ০৬/১১/২০১৪শ্রদ্ধা জানাই কবির ভাবনা গুলোকে, ধন্যবাদ কবি,
আচ্ছা আপনি প্রথমে গুগুলে যে কোন একটা ছবি তে রাইট ক্লিক করবেন সেখানে copy image URL দেখতে পাবেন ।সেটা কে কপি করে এনে এখানে কবিতার নিচে দিবেন শুরুতে পোষ্ট করে দিন । ব্যাস ছবি এসে যাবে । শর্ত একটা থাকলে কাউকে বলবে না ।