শ্যাম রাধা
শ্যাম রাধা
প্রেমের আঁচর হেনেছো
কি রাধা, শ্যামের চিত্ত মাঝে
শ্যামলে কেমন খেলিছে আলো
স্নিগ্ধ পরশ তেজে।
ঝলসিছে চাঁদ অধর জুড়িয়া
মুগ্ধ বিমল, শ্যাম বিস্ময়ে;
কুসুমে ফুটিছে ননীর মায়া
আলোকে অবনী ভাসিয়ে।
হৃদয় মাঝে বাজিছে বীণা
ঘুম নেই আঁখি পাতে
নীপবনে বাজে শ্যামবাঁশরী
মন উদাস এই রাতে।
মুকুলে শোভিছে আভা
তেজ প্রখর দেহ শোভা
হৃদয় দিয়েছে দোহে
চাহে প্রেম মনোলোভা।
অলি খুঁজে মধু পরাগ
ফোটা সতেজ মল্লিকার
শ্যাম যাচে সুজন হতে
শ্যামকিশোর রাধিকার।
প্রেমের আঁচর হেনেছো
কি রাধা, শ্যামের চিত্ত মাঝে
শ্যামলে কেমন খেলিছে আলো
স্নিগ্ধ পরশ তেজে।
ঝলসিছে চাঁদ অধর জুড়িয়া
মুগ্ধ বিমল, শ্যাম বিস্ময়ে;
কুসুমে ফুটিছে ননীর মায়া
আলোকে অবনী ভাসিয়ে।
হৃদয় মাঝে বাজিছে বীণা
ঘুম নেই আঁখি পাতে
নীপবনে বাজে শ্যামবাঁশরী
মন উদাস এই রাতে।
মুকুলে শোভিছে আভা
তেজ প্রখর দেহ শোভা
হৃদয় দিয়েছে দোহে
চাহে প্রেম মনোলোভা।
অলি খুঁজে মধু পরাগ
ফোটা সতেজ মল্লিকার
শ্যাম যাচে সুজন হতে
শ্যামকিশোর রাধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪খুবই ভালো লাগলো বন্ধু
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/১১/২০১৪আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। শ্যাম রাধার বিষয় আসলেই আবার প্রেমে পড়ে যেতে মন চায়।
-
রক্তিম ০৬/১১/২০১৪এত ভালো কেমন করে লেখ । একটু পুরনো সময়ে যেন ঘুরে আসা হলো । ভাল...
-
হলুদকমা ০৬/১১/২০১৪বেশ ভাল লাগলো,ভাললাগার মত বিষয়...
-
পিয়ালী দত্ত ০৫/১১/২০১৪অসাধারন
-
কৌশিক আজাদ প্রণয় ০৫/১১/২০১৪মাত্রাবৃত্ত ছন্দে লেখা অসাধারণ পরিনত একটি কবিতা। গভীর বনে শ্যামের বাঁশরির উদাত্ত আহ্বান নিশীথ রাতেও রাধার হৃদয়কে টেনে নিয়ে যায় শ্যামের কাছে, আবার রাধার ভালবাসায় পার্থিব কালো দেহে আলোর বিচ্ছুরণ। ভাবের গভীর বিচরণ খুঁজে পেলাম প্রতিটি অক্ষরে।
আমার মতে এটা ছড়া জাতীয় নয়, আবার লেখকের অল্প বয়সের প্রগলভতাও নয়। অবনেক সমৃদ্ধ একটি আয়োজন এটি। তবে অনুপ্রাসের কবিতা হলেও ৩য় ও চতুর্থ স্তবকে অনুপ্রাসের বিচ্যুতি না হলে আরও ভালো হতো।
এভাবে হলে,
হৃদয় মাঝে বাজিছে বীণা
নিদ নেই আঁখি পাতে
নীপবনে বাজে শ্যাম বাঁশরি
ঘরে মন নাহি এ রাতে।
আবার
মুকুলে শোভিছে আভা
তেজ প্রখর দেহ শোভা
হৃদয় দিয়েছে দোহে
প্রেম সুধা সুখে মনোলোভা।
অবশ্য আমি কে যথার্থ বলছি তাও হয়তো ঠিক নয়। বাতুলতা হলে মাফ করবেন কবি। -
রেনেসাঁ সাহা ০৪/১১/২০১৪"আমি খুব জানি এবং তাই জন্য সবাইকে জানাব এবং জানিয়ে তাক লাগিয়ে দিব"- এই ভাবটা আপনার কবিতায় নেই। তাই এত ভালো লাগে...............। কবিতায় সৌন্দর্যের চেয়ে মাধুর্য বেশী হয়। ভালো লেগেছে।
-
রেনেসাঁ সাহা ০৪/১১/২০১৪ভাবের অত বিন্যাস নেই, ছড়া প্রকৃতির। তবে কথার স্পষ্টতায় কবিতা হয়ে উঠেছে।.....................ভালো লাগল। ভালো থাকুন । ।
-
অ ০৪/১১/২০১৪বেশ ভালো ।