কাপাস বেলা
শিশিরের শান্ত নিশির হলো অবসান
এইক্ষণে বৃষ্টি হলে
আমায় দেখো;
দখিনো-পচ্চিম মৌসুমী হাওয়ায়
সাগরের ঢেউভেজা নোনা বালিকায়।
একহাঁটু সময়যন্ত্রণা অধরে ধরি
অহরহ কাতরাই মুমূর্ষু বাতায়ন ঘিরি
পাতার শিরায়
বিছানায় আর
ঠোঁটের কার্নিশে ঝুলে থাকা ভাল লাগায়।
পীতাম্বর শব্দের ডাহুক
আমার তামস বেলা
চুপিসারে আসে - হৃদিশাখে গান গেয়ে যায়।
অনুভবের ভেজানো কপাট ছুঁয়ে
নিতান্ত সুন্দর যন্ত্রণার সুর ভাঙে গড়ে।
দাঁত-কপাটি জোছনায় উড়ে উড়ে চলে
আমার কাপাস বেলা
পাথর সময় দাঁড়িয়ে ঠাঁয়
মনোচঞ্চল রাগিণীমালা বেজে উঠে তাই
স্থির প্রত্যয়ী যেন বেথুন বীথিকা সম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪খুব খুবই ভালো হয়েছে
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪খুব খুবই হয়েছে
-
আবিদ আল আহসান ০৩/১১/২০১৪ভালোই
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/১১/২০১৪এখানে মিডিয়া আপলোডের অপশন আছে কি না জানা নেই। পোস্ট দিতে গেলে চেক করে দেখে জানাবো। আপনিও ফর্মেটিং বারে দেখতে পারেন।
-
সুজন ০৩/১১/২০১৪খুবই সুন্দর হয়েছে। আমি কৌতুক সাথে ছবি দিতে পারছি না একটু সাহায্যে করবেন??
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪আলোচনা পর্যালোচনায় অনেক কিছুই জানলাম। বিশ্বজোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র। -
একনিষ্ঠ অনুগত ০১/১১/২০১৪দখিনো>দক্ষিনো
পচ্চিম>পশ্চিম
এখন বুঝতে পারলাম... খুব সুন্দর হয়েছে... -
মোহাম্মদ তারেক ৩১/১০/২০১৪কবির উপলব্দি অনেক গভীর,,,পাঠে তৃপ্তি পেলাম। "কাপাস" শব্দটিকে আমি এতদিন "কার্পাস" বলে জানতাম। অনেক ভাল লাগা রইল....
-
একনিষ্ঠ অনুগত ৩১/১০/২০১৪'কাপাস বেলা' শিরনামটাই বুঝতে পারছি না, আগে বুঝে নিই (অবশ্যই আপনার কাছ থেকে) তারপর অনুভূতি জানাচ্ছি...
-
পার্থ সাহা ৩১/১০/২০১৪vlo
-
সুরজিৎ সী ৩১/১০/২০১৪ভালো লাগলো কবি।
-
কলিরসন্ধ্যা ৩১/১০/২০১৪কবিতা টি পূর্ণ অধ্যায়ন করে খুব মজা পেলাম!
চালিয়ে যান আপনার মিশন। -
রক্তিম ৩১/১০/২০১৪শব্দের বুনটে যে ছবি আঁকা তা একটা ভালো লাগা আর অন্তর জুড়ে থাকা।