মন্তব্য সম্পর্কে কবি শিমুল শুভ্রর লেখা
কবিতায় মন্তব্য সম্পর্কে কবি শিমুল শুভ্র'র লেখার জবাবে আমি কিছু বলতে চাই -
কবিতার পাতায় মন্তব্য নিয়ে কবি'র ভাবনাটা ভালো। আশা করি এ জাতীয় আলোচনায় আমাদের উপকারই হবে, মনন চর্চা বাড়বে। তবে কেউ তো আমরা প্রতিষ্ঠিত নই, বেশীর ভাগই নবিশ। কাজেই উৎসাহব্যাঞ্জক মন্তব্য পেলে নিজের প্রতি আস্থা বাড়ে। কবিতা না বুঝে, বিশ্লেষণ না করে ২/১ শব্দের ধামাধরা কিছু মন্তব্য কেন জানি আমার ভাল লাগে না। মন্তব্যকারী আদৌ কাব্য-রসিক কিনা বুঝা ভার। কোন মন্তব্যে মন্তব্যকারীর বিশ্লেষনাত্বক কিছু বক্তব্যের পাশাপাশি কাব্য-রসের প্রতিফলন ঘটলে তা থেকে অপর জন কিছু শিখতে ও পারি। আসরে এখনো কিছু কবি আছেন যারা সত্যি কবিতাকে উপভোগ করেন, তাঁরা বরাবরই কবিতার ভিতর ঢুকে বস্তুনিষ্ঠ রসটুকু বের করে আনেন ও সে মোতাবেক মন্তব্য করেন। মন্তব্য পড়লেই বুঝা যায়, তা থেকে কিছু শেখাও যায়।
তবে একথা ঠিক, যুগ বাস্তবতায় সবার হাতে হয়তো যথেষ্ট সময় নেই তাই চাইলেও অনেকে সময় দিতে পারেন না। তবে নিজের দক্ষতা বাড়ানোর স্বার্থে প্রত্যেক লেখিয়েরই উচিৎ প্রতিদিন অন্ততঃ কয়েকটি করে কবিতা পড়া, বুঝা ও বিশ্লেষণ করা। মনছোঁয়া লেখা হলে মন্তব্য আপনা থেকেই আসে।
আবার এডমিন চাইলেই মন্তব্য বাড়াতে পারেন; প্রতিটি পোস্ট দেয়ার পূর্বশর্ত হিসাবে কমপক্ষে পাঁচটি করে মন্তব্য বাধ্যতামূলক করলে মন্তব্য আপনা থেকেই বাড়বে কিন্তু 'কোয়ালিটি মন্তব্য' হবে কি না সন্দেহ।
তাই আসুন আমরা বেশী বেশী কাব্য চর্চা করি, নিজে কবি হওয়ার আগে ভাল পাঠক হই। কাব্যের রস আস্বাদনে নেজেকে গড়ে তুলি। তখন আপনাতেই আমার মধ্যে কাব্য সূষমা তৈরী হবে। ভাল কবি হওয়া তখন আর কত দূর?
সবাইকে ধন্যবাদ।
কবিতার পাতায় মন্তব্য নিয়ে কবি'র ভাবনাটা ভালো। আশা করি এ জাতীয় আলোচনায় আমাদের উপকারই হবে, মনন চর্চা বাড়বে। তবে কেউ তো আমরা প্রতিষ্ঠিত নই, বেশীর ভাগই নবিশ। কাজেই উৎসাহব্যাঞ্জক মন্তব্য পেলে নিজের প্রতি আস্থা বাড়ে। কবিতা না বুঝে, বিশ্লেষণ না করে ২/১ শব্দের ধামাধরা কিছু মন্তব্য কেন জানি আমার ভাল লাগে না। মন্তব্যকারী আদৌ কাব্য-রসিক কিনা বুঝা ভার। কোন মন্তব্যে মন্তব্যকারীর বিশ্লেষনাত্বক কিছু বক্তব্যের পাশাপাশি কাব্য-রসের প্রতিফলন ঘটলে তা থেকে অপর জন কিছু শিখতে ও পারি। আসরে এখনো কিছু কবি আছেন যারা সত্যি কবিতাকে উপভোগ করেন, তাঁরা বরাবরই কবিতার ভিতর ঢুকে বস্তুনিষ্ঠ রসটুকু বের করে আনেন ও সে মোতাবেক মন্তব্য করেন। মন্তব্য পড়লেই বুঝা যায়, তা থেকে কিছু শেখাও যায়।
তবে একথা ঠিক, যুগ বাস্তবতায় সবার হাতে হয়তো যথেষ্ট সময় নেই তাই চাইলেও অনেকে সময় দিতে পারেন না। তবে নিজের দক্ষতা বাড়ানোর স্বার্থে প্রত্যেক লেখিয়েরই উচিৎ প্রতিদিন অন্ততঃ কয়েকটি করে কবিতা পড়া, বুঝা ও বিশ্লেষণ করা। মনছোঁয়া লেখা হলে মন্তব্য আপনা থেকেই আসে।
আবার এডমিন চাইলেই মন্তব্য বাড়াতে পারেন; প্রতিটি পোস্ট দেয়ার পূর্বশর্ত হিসাবে কমপক্ষে পাঁচটি করে মন্তব্য বাধ্যতামূলক করলে মন্তব্য আপনা থেকেই বাড়বে কিন্তু 'কোয়ালিটি মন্তব্য' হবে কি না সন্দেহ।
তাই আসুন আমরা বেশী বেশী কাব্য চর্চা করি, নিজে কবি হওয়ার আগে ভাল পাঠক হই। কাব্যের রস আস্বাদনে নেজেকে গড়ে তুলি। তখন আপনাতেই আমার মধ্যে কাব্য সূষমা তৈরী হবে। ভাল কবি হওয়া তখন আর কত দূর?
সবাইকে ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৪/১১/২০১৪লক্ষ কথার শেষ কথা পড়তে হবে পড়াতে হবে । তবে হবে প্রকৃত (কাব্যের) অনুসন্ধান । আমি একমত ।
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪তা অবশ্যই ঠিকই ভলেছেন কবি বন্ধু
-
এম আর মিজান ৩০/১০/২০১৪সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
-
শিমুল শুভ্র ৩০/১০/২০১৪অনেক ধন্যবাদ ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/১০/২০১৪Amar moner kothati likhesen . thanks a lot