www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার কাব্যকুসুম

[ভালবাসার কাব্যকুসুম]

বালক কি বেসেছিল ভাল, জেনেছে এখনো;
কতটা পথ পাড়ি দিলে তবে যাত্রা শুরু হয়
বালক কি বুঝেছে এখন যে
কার হাতে হাত রাখলে নব জন্ম হয়
বালক কি ভেবেছে কখনো যে
কোন বিষে ভালবাসা নীল হয়ে যায়?

অবোধ বালক জানেনা এখনো -
কতটুকু ত্যাগ স্বীকারে ও প্রেমে
দূরের বাঁশীকেও কাছে টেনে আনে?
বিরহে স্মরণে কাব্য কথনে আঁকা
আলখ্যে যতনে, জন্মান্তরের সাধ সাধনায়
তাকে তবে ধরে রাখতে হয়!

শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক;
ঝেড়ে ফেলো জীর্ণ অতীতের কুড়োনো পর্ণপত্র
ধুলির আস্তরে ঢাকা অসম্ভবের নষ্ট বীজ।
প্রাণের নবোদ্গমে, বিস্মৃতির মহারণ্যে;
ফুটোক এবার যাপিত জীবনে তোমার
শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    বালক শিরোনাম কবিতা অসাধারন হয়েছে ।
  • রেনেসাঁ সাহা ০২/১১/২০১৪
    খুব ভালো লাগলো।

    "আমাকে বলো ছেলে কোথায় খুঁজে পেলে তাকে?
    তোমার এলোমেলো জীবনে কবে এলো প্রেম?
    কেমন সেই মেয়ে , তোমার পথ চেয়ে যার,
    প্রহর কেটে যায় নত অপেক্ষায় ভিজে?

    আমাকে বলো ছেলে কেমন সে বিকেলে, তার
    চোখের তরণীতে নোঙর তুলে নিতে; জল
    তোমাকে ডেকেছিলো? জোয়ার এসেছিল ঝেঁপে?
    কেমন সে ভাসান? কেমন খরসান স্রোত?

    দেখেছো জলে নেমে? জলের মত প্রেমে ভেসে?
    এ জলে তরী বাওয়া, ভাসা ও ভেসে যাওয়া ভালো
    নৌকাডুবি ভালো, এবং খুবই ভালো ডুবে
    মরণ ছুয়ে দেখা, যা তুমি একা একা নিজে

    কখনো পারতে না। অথচ এও কে না জানে!
    মরণ স্বর্গীয় মরণ বড় প্রিয় সুখ........."

    - আমাকে আমার এই প্রিয় কবিতাটার সামনে আজ মুখোমুখি দাঁড় করিয়ে দিলো যেন আপনার কবিতাটা। ....................অনেক ভালো থাকবেন ।
    • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
      অসাধারন মন্তব্য এবং মন্তব‌্যের ভিত্তিতে আপনার প্রিয় কবিতাটি পড়ার সৌভাগ্য হলো ।
      • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
        তাই?
        কবিতার পাতায় তিনি আমার পরম হিতার্থী বন্ধু।
        অবশ্য তাঁর লেখা অনেক উচ্চ মানের।
        ধন্যবাদ।
        • রেনেসাঁ সাহা ১৯/১১/২০১৪
          প্রথমতঃ আমার লেখা মোটেও অনেক উচ্চমানের নয়। আর আমি বয়সে ছোটো, তার -এ চন্দ্রবিন্দু এল কেন, বুঝলাম না।

          দ্বিতীয়তঃ কবিতাটি পড়ার জন্য কবি মোঃ আবদুল করিম কে অসংখ্য ধন্যবাদ।
          • অনিরুদ্ধ বুলবুল ১৯/১১/২০১৪
            কবিতার পাতায় কিন্তু কারো বয়েস লেখা থাকে না কবি। এখানে কেউ ছোট কেউ বড় তা কিন্তু নয় - সবাই কবি এবং সবাই সম্মানিত। আর সম্মানীত ব্যক্তিদের নাম উচ্চারণ করতে সম্মান দেখাতে হয় বলেই জানি। এই চন্দ্রবিন্দু তাঁর প্রাপ্য সুতরাং....
    • অনিরুদ্ধ বুলবুল ০২/১১/২০১৪
      দেখেছো জলে নেমে?
      জলের মত প্রেমে ভেসে?
      খুবই ভাল ডুবে
      মরণ ছুঁয়ে দেখা... বেশ লাগলো ভাই।

      প্রেম বিষয়ক কল্পনাগুলো তো অনেকটা এমনইঁ
      এখানে বিরহ আছে, সুখ বৈভব আছে, আছে জ্বালা. পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, ত্যাগ, ঔদার্য, সম্ভোগ কী নেই?

      শেয়ার করার জন্য ধন্যবাদ।
      • রেনেসাঁ সাহা ০২/১১/২০১৪
        আমি ভাই নই। বোন। :-)
        • অনিরুদ্ধ বুলবুল ০২/১১/২০১৪
          জানি তবু ভাই বললাম কারণ আমি নারী পুরুষে পার্থক্য বুঝাতে চাই না, আমি বুঝি সবাই মানুষ। কাজেই সবাই ভাই।

          মানুষ তুমি নও কো তুমি হিন্দু মুসলমান
          এই পরিচয় হোক তব শাশ্বত চীর মহান
          অসার আলীক জাত বিচারে
          থেকো না ভাই অন্ধকারে
          সবাই মানুষ, সবার মাঝে তোমার অবস্থান।
          • রেনেসাঁ সাহা ০২/১১/২০১৪
            আমি ও বুঝি সবাই মানুষ।তবে প্রত্যেকের ভিন্ন ভিন্ন পরিচয় থাকে। নারী ও পুরুষ শুধু মাত্র দুটি জাতির পরিচায়ক শব্দমাত্র। সবাই কে মানুষ বোঝালে, সবাই কে বোন ডেকে দেখতে পারেন। ;-) । পুরুষ দের মধ্যে কেউ ভালো ভাবে নেবে না। আসলে সমাজে নারীর পরিচয়ই বলুন, আর গুরুত্বই বলুন, তা এত কম যে মানুষ আর পুরুষ উভয়কেই ভাই সম্বোধনে দোষ হয় না। মানুষ এবং পুরুষ সমার্থক হয়ে যায়; অথচ নারী পরিচয়ে পুরুষ এবং মানুষ (তথাকথিত) উভয়ের ই অস্বস্তি হয়।
            • অনিরুদ্ধ বুলবুল ০২/১১/২০১৪
              এতটা আঙ্গুল তুলে দেখিয়ে বৈষম্যটাকে আরো প্রকট করে লাভ কি? এভাবেই তো হাজার বছর ধরে চলে আসছে পৃথিবী জুড়েই!

              তুমি করেই বলছি, বয়েসে আমি অনেক বড়।
              চাইলে না হয় তোমায় দিদি ভাই বলব? বোন বলতেও আপত্তি নেই। আমার মনে হয়; ওই শব্দটা দিয়ে বৈষম্যটাকে যেন বাড়িয়ে তোলা হয়।

              ইতোমধ্যে আমার অনেক লেখায় বারবার তোমার উপস্থিতিই বলে দিচ্ছে তুমি আমার লেখা মনযোগ দিয়ে পড়। একথা ভেবে ভালই লাগছে।

              ভাল থেকো ভাই
              সদা যেন পাশে পাই।

              * ভাই না হয়ে বোন হলে কি আর এভাবে ছন্দ মিলতো, বল? :)
              • রেনেসাঁ সাহা ০২/১১/২০১৪
                তা মিলত না। :-)
                ...............ভালো থাকুন।
  • কলিরসন্ধ্যা ৩১/১০/২০১৪
    রচনার প্রথম দিকটা একেবারেই মিলে যাচ্ছিল আমার সাথে;
    তাই নিজেকে অবোধ লাগছিল আর কান্না পাচ্ছিল।
    তবে যখন''শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক"
    লিখা টি পড়লাম,
    মনে হারান সাহস ফিরে পেলাম।
    যাকগে...রচনা টি অসাধারণ।
    • অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪
      যাক, অন্ততঃ একজন বাস্তব বালকের সাথেই দেখা হয়ে গেল - হাঃ হাঃ হাঃ

      আপনি একা নন বন্ধু, প্রেমে পড়লে সব প্রেমিকই অবোধ বালক হয়ে যায়।

      আপনার অনুভুতির কথা জেনে ভাল লাগলো। ধন্যবাদ।
  • শুদ্ধতার বাশিতে ফুঁ দাও হে অবোধ বালক// আমাকে একটা সময়ে ফিরিয়ে নিয়ে গিয়েছিলো। যাক সেসব কথা দারুন লেগেছে আপনার কবিতা।
  • শিমুল শুভ্র ৩০/১০/২০১৪
    শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম - লাইন টা খুবই সুন্দর ।

    বেশ ভালো একটি কবিতা পাঠ করলাম অবোধ বালকের।
    • অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪
      আমার তো মনে হয় ভালবাসায় সবাই "অবোধ বালক" - তাই নয় কি? কবিতা ভাল লেগেছে জেনে খুশী হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
      • শিমুল শুভ্র ৩০/১০/২০১৪
        হা কিছু কিছু ক্ষেত্রে তা লক্ষ্যনীয় -প্রেমে পড়লে নাকি প্রেমিক/প্রেমিকা মনে উলালা উলালা করে ।
      • শিমুল শুভ্র ৩০/১০/২০১৪
        হা কিছু কিছু ক্ষেত্রে তা লক্ষ্যনীয় -প্রেমে পড়লে নাকি প্রেম উলালা উলালা করে ।
  • ২৮/১০/২০১৪
    বেশ ভালো ।
  • একনিষ্ঠ অনুগত ২৮/১০/২০১৪
    চমৎকার লিখেছেন ভাই। দারুণ লাগলো।।
    • অনিরুদ্ধ বুলবুল ২৮/১০/২০১৪
      পুরনো লেখাই, আগেও দেখে থাকবেন!
      ধন্যবাদ ও শুভেচ্ছা - :)
      • একনিষ্ঠ অনুগত ২৮/১০/২০১৪
        তবে রচনার তারিখটিও নিচে দিয়ে দিলে ভালো হতো... :)
        • অনিরুদ্ধ বুলবুল ২৮/১০/২০১৪
          কোন তারিখ রাখি না ভাই।
          কোনটা আদৌ কবিতা হয় কি না সে বিষয়ে নিজের দ্বিধাই ঘুচাতে পারি না।
          • একনিষ্ঠ অনুগত ৩০/১০/২০১৪
            তবুও দিয়ে দেয়া ভালো। রচনাকাল জানা থাকলে রচনার সময় কবির চারপাশটা কেমন ছিল (যেমন ধরুন ১৯৯০ তে লেখা আর ২০১০ লেখার মাঝে পার্থক্য থাকবেই বিষয় এক হলেও) তার ধারণা পাওয়া যায়, পাশাপাশি রচনার স্থানটা দিলেও ভালো হয়।।
  • মল্লিকা রায় ২৮/১০/২০১৪
    ভালো লাগলো কবিতা।অসংখ্য ধন্যবাদ কবি।
  • সুরজিৎ সী ২৭/১০/২০১৪
    অনবদ্য!
    • অনিরুদ্ধ বুলবুল ২৭/১০/২০১৪
      অনুভবের দূরন্ত প্রকাশের জন্য ধন্যবাদ কবি সুরজিৎ
      • সুরজিৎ সী ২৭/১০/২০১৪
        স্বাগতম
  • মোহাম্মদ তারেক ২৭/১০/২০১৪
    ভাল লাগল পড়তে। শুদ্ধতার বাঁশিতে যে ভালবাসার সুর বেজে উঠে তার মোহণীয়তা অচিন্তনীয়...ভালবাসার মধূর গান শুনতে হলে যে সে বাঁশিতে ফূঁক দিতেই হবে..অবোধ বালক, হাতে নাও সে বাঁশি...... কবিকে ধন্যবাদ বিষয়টি কবিতায় রূপ দেয়ার জন্য।
  • অনেক ভাল লাগলো , চমৎকার কাব্যিকতায় ভরা ।
  • শিমুদা ২৭/১০/২০১৪
    দারুন কাব্যিকতাময় অফুরান্ত ভাল লাগার মত একটি কবিতা পাঠে মুগ্ধ হলাম।

    খুব ভাল লাগল কবি।
  • শুরুতে বেশ সহজ মনে হচ্ছিলো, পরে বোধ টি বেশ গভীর মনে হলো। আমরা অনেক কিছুই জানিনা। কেবল ব্যর্থতা নিয়ে পরে থাকি। আমরা জানিনা ভালোবাসার কতটা শক্তি হতে পারে। যদি জড়তা, পশ্চাৎপদতা ভেঙ্গে চেতনায় ভালবাসাকে উপলব্ধি করা যায় তবে তার শাশ্বত মহিমায় আমাদের জীবনে বইবে রামধনুর অমিয় ধারা। এরকম ভাবেরই কবিতা হয়তো এটি।
  • অসাধারণ লাগলো কবি বন্ধু
    • অনিরুদ্ধ বুলবুল ২৭/১০/২০১৪
      ধন্যবাদ। লেখাটি আগেও কবিতার আসরে প্রকাশিত হয়েছে। সাইট দু'টিই এক তার উপর পাঠক খুব কম, পোস্ট দিয়ে মজা নেই। তবু এদিক সেদিক করে দেই!
      ভাল থাকুন।
 
Quantcast