ভালবাসার কাব্যকুসুম
[ভালবাসার কাব্যকুসুম]
বালক কি বেসেছিল ভাল, জেনেছে এখনো;
কতটা পথ পাড়ি দিলে তবে যাত্রা শুরু হয়
বালক কি বুঝেছে এখন যে
কার হাতে হাত রাখলে নব জন্ম হয়
বালক কি ভেবেছে কখনো যে
কোন বিষে ভালবাসা নীল হয়ে যায়?
অবোধ বালক জানেনা এখনো -
কতটুকু ত্যাগ স্বীকারে ও প্রেমে
দূরের বাঁশীকেও কাছে টেনে আনে?
বিরহে স্মরণে কাব্য কথনে আঁকা
আলখ্যে যতনে, জন্মান্তরের সাধ সাধনায়
তাকে তবে ধরে রাখতে হয়!
শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক;
ঝেড়ে ফেলো জীর্ণ অতীতের কুড়োনো পর্ণপত্র
ধুলির আস্তরে ঢাকা অসম্ভবের নষ্ট বীজ।
প্রাণের নবোদ্গমে, বিস্মৃতির মহারণ্যে;
ফুটোক এবার যাপিত জীবনে তোমার
শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম।
বালক কি বেসেছিল ভাল, জেনেছে এখনো;
কতটা পথ পাড়ি দিলে তবে যাত্রা শুরু হয়
বালক কি বুঝেছে এখন যে
কার হাতে হাত রাখলে নব জন্ম হয়
বালক কি ভেবেছে কখনো যে
কোন বিষে ভালবাসা নীল হয়ে যায়?
অবোধ বালক জানেনা এখনো -
কতটুকু ত্যাগ স্বীকারে ও প্রেমে
দূরের বাঁশীকেও কাছে টেনে আনে?
বিরহে স্মরণে কাব্য কথনে আঁকা
আলখ্যে যতনে, জন্মান্তরের সাধ সাধনায়
তাকে তবে ধরে রাখতে হয়!
শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক;
ঝেড়ে ফেলো জীর্ণ অতীতের কুড়োনো পর্ণপত্র
ধুলির আস্তরে ঢাকা অসম্ভবের নষ্ট বীজ।
প্রাণের নবোদ্গমে, বিস্মৃতির মহারণ্যে;
ফুটোক এবার যাপিত জীবনে তোমার
শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪বালক শিরোনাম কবিতা অসাধারন হয়েছে ।
-
রেনেসাঁ সাহা ০২/১১/২০১৪খুব ভালো লাগলো।
"আমাকে বলো ছেলে কোথায় খুঁজে পেলে তাকে?
তোমার এলোমেলো জীবনে কবে এলো প্রেম?
কেমন সেই মেয়ে , তোমার পথ চেয়ে যার,
প্রহর কেটে যায় নত অপেক্ষায় ভিজে?
আমাকে বলো ছেলে কেমন সে বিকেলে, তার
চোখের তরণীতে নোঙর তুলে নিতে; জল
তোমাকে ডেকেছিলো? জোয়ার এসেছিল ঝেঁপে?
কেমন সে ভাসান? কেমন খরসান স্রোত?
দেখেছো জলে নেমে? জলের মত প্রেমে ভেসে?
এ জলে তরী বাওয়া, ভাসা ও ভেসে যাওয়া ভালো
নৌকাডুবি ভালো, এবং খুবই ভালো ডুবে
মরণ ছুয়ে দেখা, যা তুমি একা একা নিজে
কখনো পারতে না। অথচ এও কে না জানে!
মরণ স্বর্গীয় মরণ বড় প্রিয় সুখ........."
- আমাকে আমার এই প্রিয় কবিতাটার সামনে আজ মুখোমুখি দাঁড় করিয়ে দিলো যেন আপনার কবিতাটা। ....................অনেক ভালো থাকবেন । -
কলিরসন্ধ্যা ৩১/১০/২০১৪রচনার প্রথম দিকটা একেবারেই মিলে যাচ্ছিল আমার সাথে;
তাই নিজেকে অবোধ লাগছিল আর কান্না পাচ্ছিল।
তবে যখন''শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক"
লিখা টি পড়লাম,
মনে হারান সাহস ফিরে পেলাম।
যাকগে...রচনা টি অসাধারণ। -
উদ্বাস্তু নিশাচর ৩০/১০/২০১৪শুদ্ধতার বাশিতে ফুঁ দাও হে অবোধ বালক// আমাকে একটা সময়ে ফিরিয়ে নিয়ে গিয়েছিলো। যাক সেসব কথা দারুন লেগেছে আপনার কবিতা।
-
শিমুল শুভ্র ৩০/১০/২০১৪শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম - লাইন টা খুবই সুন্দর ।
বেশ ভালো একটি কবিতা পাঠ করলাম অবোধ বালকের। -
অ ২৮/১০/২০১৪বেশ ভালো ।
-
একনিষ্ঠ অনুগত ২৮/১০/২০১৪চমৎকার লিখেছেন ভাই। দারুণ লাগলো।।
-
মল্লিকা রায় ২৮/১০/২০১৪ভালো লাগলো কবিতা।অসংখ্য ধন্যবাদ কবি।
-
সুরজিৎ সী ২৭/১০/২০১৪অনবদ্য!
-
মোহাম্মদ তারেক ২৭/১০/২০১৪ভাল লাগল পড়তে। শুদ্ধতার বাঁশিতে যে ভালবাসার সুর বেজে উঠে তার মোহণীয়তা অচিন্তনীয়...ভালবাসার মধূর গান শুনতে হলে যে সে বাঁশিতে ফূঁক দিতেই হবে..অবোধ বালক, হাতে নাও সে বাঁশি...... কবিকে ধন্যবাদ বিষয়টি কবিতায় রূপ দেয়ার জন্য।
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/১০/২০১৪অনেক ভাল লাগলো , চমৎকার কাব্যিকতায় ভরা ।
-
শিমুদা ২৭/১০/২০১৪দারুন কাব্যিকতাময় অফুরান্ত ভাল লাগার মত একটি কবিতা পাঠে মুগ্ধ হলাম।
খুব ভাল লাগল কবি। -
কৌশিক আজাদ প্রণয় ২৭/১০/২০১৪শুরুতে বেশ সহজ মনে হচ্ছিলো, পরে বোধ টি বেশ গভীর মনে হলো। আমরা অনেক কিছুই জানিনা। কেবল ব্যর্থতা নিয়ে পরে থাকি। আমরা জানিনা ভালোবাসার কতটা শক্তি হতে পারে। যদি জড়তা, পশ্চাৎপদতা ভেঙ্গে চেতনায় ভালবাসাকে উপলব্ধি করা যায় তবে তার শাশ্বত মহিমায় আমাদের জীবনে বইবে রামধনুর অমিয় ধারা। এরকম ভাবেরই কবিতা হয়তো এটি।
-
সাইদুর রহমান (সাইদ) ২৭/১০/২০১৪অসাধারণ লাগলো কবি বন্ধু