এ যাত্রার হলে অবসান
[এ যাত্রার হলে অবসান]
এ যাত্রার হলে অবসান
পাথর চোখে দেখব চেয়ে সবই অর্থহীন।
হিমায়ীত বেলাখানি যত্নের ফসল আমার
অনাদরে যায় ভেসে
অনাদির সীমান্ত ছুঁয়ে।
সময়ের গর্ভ উজার করে
দিনান্তে এঁকেছি বাসনার কলা।
আহ্নিক পরিক্রমায়; দিবারাত্রির ইতি হলে
সকাল নামে, সন্ধ্যা গড়ায়
দীপ্ত চেতনার বালিয়াড়ি ফোঁড়ে।
স্বপ্ন বাখারী ভাঙে, তাল কেটে যায়
দিবসের সন্তরণে; ফুরায় সব লেনাদেনা,
শিহরিত অঙ্গীকার, সমূহ আকর।
স্মৃতির বিস্মরণে ধূপ্-শিখা মুছে যায়
গৌরবে সমুজ্জ্বল শুধু সুরভি আভার।
ঈশান কোণের এলোকেশী ঝড়
এসেছিলো কাল অবেলার মেঠোপথে
ক্ষীপ্র প্রহরের শার্শি ঝাঁকাতে।
হারালো প্রানের স্পন্দনখানি
চকিত আলোর ঝলসানো দ্যূতির পথে।
এ যাত্রার হলে অবসান
পাথর চোখে দেখব চেয়ে সবই অর্থহীন।
হিমায়ীত বেলাখানি যত্নের ফসল আমার
অনাদরে যায় ভেসে
অনাদির সীমান্ত ছুঁয়ে।
সময়ের গর্ভ উজার করে
দিনান্তে এঁকেছি বাসনার কলা।
আহ্নিক পরিক্রমায়; দিবারাত্রির ইতি হলে
সকাল নামে, সন্ধ্যা গড়ায়
দীপ্ত চেতনার বালিয়াড়ি ফোঁড়ে।
স্বপ্ন বাখারী ভাঙে, তাল কেটে যায়
দিবসের সন্তরণে; ফুরায় সব লেনাদেনা,
শিহরিত অঙ্গীকার, সমূহ আকর।
স্মৃতির বিস্মরণে ধূপ্-শিখা মুছে যায়
গৌরবে সমুজ্জ্বল শুধু সুরভি আভার।
ঈশান কোণের এলোকেশী ঝড়
এসেছিলো কাল অবেলার মেঠোপথে
ক্ষীপ্র প্রহরের শার্শি ঝাঁকাতে।
হারালো প্রানের স্পন্দনখানি
চকিত আলোর ঝলসানো দ্যূতির পথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪ভালো লিখেছেন খুবই ভালো হয়েছে ।
-
জমাতুল ইসলাম পরাগ ০৪/১১/২০১৪দুইবার পড়েছি।
বাক্যশৈলী, শব্দ চয়ন অনবদ্য।
বিশেষ করে বিষয়বস্তু বেশ গভীর। -
কৌশিক আজাদ প্রণয় ২৬/১০/২০১৪মৃত্যুর পরের বোধ নিয়ে লেখাকি এটি?
অন্তিমে এসে দিনান্তের শেষে বাসনার কলার হিসেব মেলানো, চকিত আলোর ঝলসানো দ্যুতি পথে প্রাণের স্পন্দনের বিলুপ্তি সব মিলিয়ে আমার কাছে এমনি মনে হয়েছে। অর্থাৎ মৃত্যুর পরে বিমূর্ত সত্ত্বার ঘোর কেটে যাওয়া বোধ। বরং পার্থিব স্পন্দনকেই ঘোর মনে হয়।
"হিমায়িত বেলাখানি স্বপ্নের ফসল আমার" বলতে হয়তো প্রাণহীন কায়াকে বোঝানো হয়েছে।। তবে কবিতাটি অনেক কঠিন। -
মোহাম্মদ তারেক ২৫/১০/২০১৪ভাল লাগল অনেক,,,,,অঙ্গিকার>অঙ্গীকার
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৫/১০/২০১৪বাহ বেশ সুন্দর লেখনী।
-
মো : রাফায়েত আলম রিফাত ২৫/১০/২০১৪Nice.....
-
মনিরুজ্জামান শুভ্র ২৫/১০/২০১৪অনেক ভাল লাগল ।
-
পার্থ সাহা ২৫/১০/২০১৪bes hoece