বড় সাধ জাগে
[বড় সাধ জাগে]
বড় সাধ জাগে মনে;
মাঝে মাঝে নদী হই
আঁছড়ে পড়ি তোমার চড়ায়
বাতায়ন খুলে ঢেউ আনি ঘরে
ধোয়ে যাক আমার সকাল দুপুর!
আকাশের পেয়ালা জুড়ে
নৈঃশব্দের চিড়া-মুড়ি, মরচে রোদ,
ঝিকিমিকি শব্দের আলপনা -
সব তোমার আঁচল খসা তারার মতই
ঝলমলে কথামালার দীপ্তি ছড়াক!
আর আমি সময়ের চিরন্তনী সুর
বিধিলিপির পাত্র ভরে
পান করি - কানায় কানায়!
আকাশে সূবে-সাদেকের চাঁদ মুখ বাড়ালে
তখন স্বস্তির দোয়েল-শ্যামা শিস্ কাটে,
মুখরিত কথামালা গুম হয়ে যায়,
তখনো না হয় তুমি
মৌনতার চাদরেই মুখ ঢেকে রেখো!
বড় সাধ জাগে মনে;
মাঝে মাঝে নদী হই
আঁছড়ে পড়ি তোমার চড়ায়
বাতায়ন খুলে ঢেউ আনি ঘরে
ধোয়ে যাক আমার সকাল দুপুর!
আকাশের পেয়ালা জুড়ে
নৈঃশব্দের চিড়া-মুড়ি, মরচে রোদ,
ঝিকিমিকি শব্দের আলপনা -
সব তোমার আঁচল খসা তারার মতই
ঝলমলে কথামালার দীপ্তি ছড়াক!
আর আমি সময়ের চিরন্তনী সুর
বিধিলিপির পাত্র ভরে
পান করি - কানায় কানায়!
আকাশে সূবে-সাদেকের চাঁদ মুখ বাড়ালে
তখন স্বস্তির দোয়েল-শ্যামা শিস্ কাটে,
মুখরিত কথামালা গুম হয়ে যায়,
তখনো না হয় তুমি
মৌনতার চাদরেই মুখ ঢেকে রেখো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৯/১১/২০১৪আপনার অভাবনীয় কল্পনায় আমি মুগ্ধ । ভালো কোনো উপমা দিতে পারিনি । তবে ভালো ভাবনা মনে রেশ রেখে যায় ।
-
অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪ভাই আপনার মন্তব্য শুনে শর্মিন্দা হচ্ছি।
আমি সিজনাল পাখী (বসন্তের কোকিল) কেবল সময় হলেই বাসা তালাশ করি। বুঝেছেন নিশ্চয়ই?
ভাল থাকুন নিরবধি - শুভেচ্ছা নিন -
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪সত্যি আপনি খুব ভালো লিখেন,ভালো হয়েছে
-
শিমুল শুভ্র ৩০/১০/২০১৪কবির আশে পূরন হলে আরো বেশ ভালো লাগতো ।
"আকাশে সূবে" বুঝলাম না - একটু বলবেন ,
বেশ ভালো লাগলো ।আপনার সুন্দর কবিতাখানি । -
মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪মনে জাগা সাধের বর্ননা কেবল প্রথম দিকটাতেই লক্ষ্য করলাম....মাঝামাঝি কিংবা শেষে নামকরণের সাথে একটু বিচ্যুতি....ভাল লাগল পড়ে
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪আঁধার রাতের অন্ধকার শেষে ঊষালগ্নে চাঁদ উঁকি দেয়াটা একটা রূপকতা মাত্র।
প্রেমিক-প্রবর স্বঃস্থি খুঁজছিলো - এবার কৃত্রিমতার খোলস ছিঁড়ে বুঝি প্রিয়ার মুখ ঝলসে উঠবে! শিশির-স্নাত স্নিগ্ধ ঊষায় পাখীর কল-কাকলীও একসময় থেমে যায়। প্রকৃতিতে স্থবিরতা নেমে আসে।
তারপরও প্রেমাষ্পদের নীরবতা যখন ভাঙেনা; হতাশ প্রেমিক-প্রবর অভিমানে অমন কথা বলতেই পারে?
প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ।
এভাবেই আমরা একে অপরের ভাবকে শেয়ার করতে পারি। -
কৌশিক আজাদ প্রণয় ২২/১০/২০১৪আর আমি সময়ের চিরন্তনী সুর
বিধিলিপির পাত্র ভরে
পান করি - কানায় কানায়...প্রেমাকুতির পরেও ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ। অনিন্দ্য। প্রথম সর্গে নিজেকে বিলিয়ে দেয়ার উপলব্ধিটাও আমাকে মুগ্ধ করেছে কবি। তবে দোয়েল- শ্যামার শিস কাটার পরে মুখরিত কথামালার অন্তর্ধান আমার কাছে দুর্বোধ্য লেগেছে। -
অনিরুদ্ধ বুলবুল ২১/১০/২০১৪'বাংলা কবিতা' ও 'তারুণ্য' সাইট দু'টি আমার বেশ পছন্দের।
সাইট দু'টি মূলতঃ এক তায় আবার পাঠক কম।
রাত ৯টায় পোস্ট দিয়ে তিন ঘন্টায় মাত্র ২জন পাঠক পাওয়া গেল! লেখায় পাঠকের সমাগম না হলে লিখেও মজা নেই।
মাননীয় মডারেটর বিষয়টি নিয়ে কি ভাবছেন? সাইট দু'টিকে কিভাবে প্রমোট করা যায়?
ধন্যবাদ।