বাসনা
[বাসনা]
বাসনা যে বার বারে কি’বা পেতে চায়
জানেনা সে দামী কী যে সাধ-সাধনায়?
দিন যায় হেলে-ফেলে রাত আসে ধীরে
চাওয়া-পাওয়ার স্বপ্নরা আসে ঘুরে ফিরে!
ফ্রিজ-গাড়ি-টিভি চাই, জোত জমি যাহা পাই
নিরাশার মাঝে থেকেও স্বপ্ন তো বোনা চাই।
কী যে চাই, কি হারাই কিছু নাহি বুঝা যায়
পেলে কিছু বলে মন আরো বেশী পেতে চাই।
বাসনার ছলা-কলা বুঝা বড় দায় রে
সাধ আর সাধ্য কি গজে মাপা যায় রে?
কঠিন তেমন নয়তো আবার সহজও নয় কিছু
বুঝাতে কি চায় মন; বেশী-কম উঁচু-নিচু।
দিবসের ভানু হাতে ঘুরি নিশি-ভোর
গহিন তামস তারে করতে নারি দূর।
আঁধার রাতে গহীন বনে আশার আলো জ্বালাতে
আয়তো রে মন পড়াই লাগাম অলীক বাসনাতে।
বাসনা যে বার বারে কি’বা পেতে চায়
জানেনা সে দামী কী যে সাধ-সাধনায়?
দিন যায় হেলে-ফেলে রাত আসে ধীরে
চাওয়া-পাওয়ার স্বপ্নরা আসে ঘুরে ফিরে!
ফ্রিজ-গাড়ি-টিভি চাই, জোত জমি যাহা পাই
নিরাশার মাঝে থেকেও স্বপ্ন তো বোনা চাই।
কী যে চাই, কি হারাই কিছু নাহি বুঝা যায়
পেলে কিছু বলে মন আরো বেশী পেতে চাই।
বাসনার ছলা-কলা বুঝা বড় দায় রে
সাধ আর সাধ্য কি গজে মাপা যায় রে?
কঠিন তেমন নয়তো আবার সহজও নয় কিছু
বুঝাতে কি চায় মন; বেশী-কম উঁচু-নিচু।
দিবসের ভানু হাতে ঘুরি নিশি-ভোর
গহিন তামস তারে করতে নারি দূর।
আঁধার রাতে গহীন বনে আশার আলো জ্বালাতে
আয়তো রে মন পড়াই লাগাম অলীক বাসনাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইউরিদ ১৪/০২/২০১৫্ভাল
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪সত্যি কাব্যে কাব্যে রসে ভরপুর,ভালো লাগলো
-
মঞ্জুর হোসেন মৃদুল ২০/১০/২০১৪বাহ দারুন লিখেছেন।
-
একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪তবু কিছু কিছু বাসনা লাগাম ছাড়া হয়।।
বেশ ভালো লাগলো লেখা।। -
মোঃইস্রাফিল হোসেন ২০/১০/২০১৪চাওয়া পাওয়ার যুদ্ধে আমরা খুবই অসহায় ।
তারই প্রতিচ্ছবি উদ্ভাসিত হয়েছে আপনার কবিতায় । -
কৌশিক আজাদ প্রণয় ২০/১০/২০১৪প্রথমত বলবো ছন্দ নিয়ে। আবৃত্তি করলাম দু বার মাত্রাবৃত্ত ছন্দে। অসাধারণ অনুপ্রাস ও প্রতিটি সর্গে ছন্দের অনন্য বিন্যাসে নান্দনিক লেগেছে সৃষ্টিটিকে।
কবিতার বোধ নিয়ে বলতে গেলে চিরায়ত কিছু চাহিদা, সাধ, স্বপ্ন - প্রত্যাশার অসীমতা, প্রাপ্তির সীমাবদ্ধতা অসাধারণ ভাবে বর্ণীত হয়েছে। অভিনন্দন কবি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/১০/২০১৪দ্বিধা দন্দ পাওয়া না পাওয়া বেশ ভালো লাগলো।