ভালবাসি বারবার
[ভালবাসি বারবার]
আলোছায়া চৈতালী সন্ধ্যায়
আনমনে বসে একা জানালায়
নির্ঘুম রাত্রির উদাসীন আঙ্গিনায়
সুরভিটা ঝুলে কার আগেতো তা বুঝি নাই
দিন ক্ষণ গুজে ভাবি নিশ্চল নিরালায়
বৈশাখী ঝড় এলো - এই কোন অবেলায়!
কোন ছলে কাছে আসে এলোমেলো দু’টি মন
ভরে গেলো সুরে সুরে চরাচর ত্রিভুবন!
স্বপ্নীল রঙে ভাসে চন্দ্রিমা যামিনী
এত সুখ এত প্রভা, আগে কভু দেখিনি!
উন্মন দিশাহীন মন হলো রঙিন
স্বপ্নের আরশীতে রাত ভোরে এলো দিন!
নির্মোহ বাতায়ন তার পাশে সূষমা
কবরীতে বেলীফুল সুবাসের মায়া যার
সাধ হয় ছূঁয়ে দেখি কুন্তল বেণী তার,
শতধা সমীরে বাজে কুহকিনী নিক্কন
বইছে ঈথার জুড়ে রুনুঝুনু সারা ক্ষন
সাধ হয়, বড় সাধ ভালবাসি বারবার!
আলোছায়া চৈতালী সন্ধ্যায়
আনমনে বসে একা জানালায়
নির্ঘুম রাত্রির উদাসীন আঙ্গিনায়
সুরভিটা ঝুলে কার আগেতো তা বুঝি নাই
দিন ক্ষণ গুজে ভাবি নিশ্চল নিরালায়
বৈশাখী ঝড় এলো - এই কোন অবেলায়!
কোন ছলে কাছে আসে এলোমেলো দু’টি মন
ভরে গেলো সুরে সুরে চরাচর ত্রিভুবন!
স্বপ্নীল রঙে ভাসে চন্দ্রিমা যামিনী
এত সুখ এত প্রভা, আগে কভু দেখিনি!
উন্মন দিশাহীন মন হলো রঙিন
স্বপ্নের আরশীতে রাত ভোরে এলো দিন!
নির্মোহ বাতায়ন তার পাশে সূষমা
কবরীতে বেলীফুল সুবাসের মায়া যার
সাধ হয় ছূঁয়ে দেখি কুন্তল বেণী তার,
শতধা সমীরে বাজে কুহকিনী নিক্কন
বইছে ঈথার জুড়ে রুনুঝুনু সারা ক্ষন
সাধ হয়, বড় সাধ ভালবাসি বারবার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪খুবই ভালো লাগলো,য়া এতটাই ভালো যে এক নিশ্বাসে পরে ফেললাম ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৯/১০/২০১৪অসাধারন লেখনী। চমৎকার অনুভুতিময়। বাস্তবতার সাথে মিল রেখে দারুন একটি আধুনিক কবিতা পড়লাম। ভাল লাগল।
-
কৌশিক আজাদ প্রণয় ১৯/১০/২০১৪ভালোবাসার তীব্র ও অকুণ্ঠ অভীপ্সা। প্রেমের উন্মাদনায় কতটা মত্ত হলে স্বপ্নের আরশিতে রাত ভরে দিন চলে আসে, অবেলার এই বৈশাখী ঝড় সম আবেগকেও কাংখিতই মনে হয়। আবার কোথাও সাবলীল সহজভাবে প্রেয়সীর চুল ছুঁয়ে দেয়ার আকাঙ্ক্ষাও চিত্রিত হয়েছে। চমৎকৃত হলাম কবি। কবিতাতে অনুপ্রাস ও ভালো লেগেছে।
-
আবু সাহেদ সরকার ১৮/১০/২০১৪জটিল হয়েছে কবি বন্ধু !!!
-
পার্থ সাহা ১৮/১০/২০১৪vlo holo
-
আফরান মোল্লা ১৮/১০/২০১৪খুবই ভালো লাগলো।উপমার ব্যাবহার মুগ্ধ করেছে।
কোন
ছলে কাছে আসে এলোমেলো দু’টি মন
ভরে গেলো সুরে সুরে চরাচর ত্রিভুবন!
স্বপ্নীল রঙে ভাসে চন্দ্রিমা যামিনী
এত সুখ এত প্রভা, আগে কভু দেখিনি!
উন্মন দিশাহীন মন হলো রঙিন
স্বপ্নের আরশীতে রাত ভোরে এলো দিন!