www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলছবি হব

জলছবি হব

একদিন এই আমি; আত্মার অবসরে,
পেলাম কিছু খোলা দানা কবিতার সরোবরে
চিকচিকে বালিকণা মুখ তুলে হাসে
সময়ের আরশি হাতে ছুটে চলে মহাকাল  
মানবজমিনে, হৃদয়ের তীর ধরে।

কাল-যুগ-মাস ব্যপী যাযাবর স্রোতে
শুধুই অবগাহন, সময়-সিম্ফনী ধরে একই পরিভ্রমণ
মিটেনা তো সখ, মিটে না আয়েস
স্মিতধা মলিন অধরে স্নিগ্ধ বিকেল হাতে
কূল ধরে হাঁটি সাগরের মোহনায়।

গাঙশালিকের হারানো পালক খোঁজে
পেলাম শুভ্র মোড়কে মোড়া ভবিষ্যতের দেখা
একদিন জানি; অদেখা ভবিষ্যত করবে হতাশ
তাকাব হয়তো তখন আজকের পানে, দেখব শুধু -
জলছবি এক জেগে আছে যেন কবর কন্দরে
কিছু প্রিয়মুখ কিবা সুধীজনের মনের মন্দিরে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর উপমায় সমৃদ্ধ কবিতা
  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    এই লেখাটি ও অসাধারন,পড়তে পড়তে মুগদ্ধ হয়ে গেলাম
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪
      কবির প্রতি অসীম কৃতজ্ঞতা- প্রতিটি কবিতা গভীরভাবে অনুভব করে আমাকে প্রেরণা দিচ্ছেন। আমি বেশ উপভোগ করছি।

      ভাল থাকুন কবি।
      শুভ সন্ধ্যা -
  • হলুদকমা ০৬/১১/২০১৪
    কাল-যুগ-মাস ব্যপী যাযাবর স্রোতে
    দারুন লাগলো কবি।
    • অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪
      স্রোত তো যাযাবরিই হয়।
      স্থির থাকলে তো তা বদ্ধ পুকুর!

      মন্তব্যে যথেষ্ট ভালবাসার ছোঁয়া, আমি আপ্লুত।

      নিরন্তর শুভেচ্ছা কবিকে।
  • রেনেসাঁ সাহা ০৫/১১/২০১৪
    মন মুগ্ধ হয়ে নিশ্চুপ হয়ে উঠছে। ভাষা খুঁজছে না। কারণ মন জানে ভাষা খুঁজে পাওয়া যাবে না। শুধু উপভোগ করছে ।

    কবি, সিম্ফনী কী?
    শব্দটির সাথে আমি নব-পরিচিত হলাম।
    • অনিরুদ্ধ বুলবুল ০৫/১১/২০১৪
      বিটোফিন, মোৎজারের কালজয়ী সিম্ফনীর নাম তুমিও শুনেছো নিশ্চয়ই। এখানে হয়তো মনে করতে পারছ না। এটা খুব উচ্চঙ্গের অর্কেস্ট্রা বিশেষ। উচ্চতর হারমোনির অনন্য সম্মিলন।
      • রেনেসাঁ সাহা ০৫/১১/২০১৪
        আমার এখনও মনে হচ্ছে শব্দটির সাথে প্রথম পরিচিত হল। ভালো লেগেছে কবিতা।
        • অনিরুদ্ধ বুলবুল ০৫/১১/২০১৪
          আগের লেখায় দু'টি ভুল করেছি: মোৎজার>মোৎসজার, হারমনি>রিদমিক হারমনি। সিম্ফনী সম্পর্কে জানতে এখানে দেখোঃ http://en.wikipedia.org/wiki/Symphony_No._9_%28Beethoven%29

          The Symphony No. 9 in D minor, Op. 125 (sometimes known simply as "the Choral"), is the final complete symphony of Ludwig van Beethoven (1770–1827). Completed in 1824, the symphony is one of the best-known works of the repertoire of classical music.[1] Among critics, it is almost universally considered to be Beethoven's greatest work, and is considered by many to be the greatest piece of music ever written.

          শুভরাত্রি।
  • আপনার কবিতাতো সুন্দর বা ভালো না হয়ে উপায় নেই। সত্যি ভালো লাগলো কবিতাটি।
    • অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪
      এতো বলবেন না গুরু। দেখুন না -
      লিখতে পারি না বলেই তো নিয়মিত পোস্ট দিতে পারি না।
      আপনাদের লেখা পড়ে পড়ে কিছু শিখি।

      উৎসাহ দানের জন্য ধন্যবাদ।
      • লজ্জা দিলেন। বাট আই ডন্ট মাইন্ড। ভালো থাকবেন।
  • মোহাম্মদ তারেক ১৭/১০/২০১৪
    সুন্দর লাগল কবিতাটি...কেন যেন এ জাতীয় কবিতায় মনের ওজন বেড়ে যায়....কিন্তু মনের পাখি হয়ে উড়তেই শখ বেশী।
    • অনিরুদ্ধ বুলবুল ১৮/১০/২০১৪
      "একদিন জানি; অদেখা ভবিষ্যত করবে হতাশ
      তাকাব হয়তো তখন আজকের পানে, দেখব শুধু -
      জলছবি এক জেগে আছে যেন কবর কন্দরে
      কিছু প্রিয়মুখ কি’বা সুধীজনের মনের মন্দিরে।"

      - এক সময় জলছবি মুছে যাবে
      মাটিতে অস্তিত্বও বিলীন হয়ে যাবে।

      ধন্যবাদ কবি, মন ভারি হয়ে আসছে।
      ভাল থাকুন।
      • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
        @ মোহাম্মদ তারেক -

        আপনাকে আর একটা কথা বলতে এলাম -
        যার লেখা ভাল লাগে সে লেখার মন্তব্যে আমি কিন্তু ভাই সমালোচনায় নির্দয়। অন্যত্র আপনাকেও কিন্তু ছাড়িনি, তেমনি যে লেখায় আনন্দ পেয়েছি তা প্রকাশ করতেও কৃপণতা করিনি।
        ভাল থাকুন :)
  • শিমুল শুভ্র ১৭/১০/২০১৪
    বেশ বলিষ্ঠ কবিতা পাঠ করলাম , বড় ভালো লাগলো ।
 
Quantcast