জলছবি হব
জলছবি হব
একদিন এই আমি; আত্মার অবসরে,
পেলাম কিছু খোলা দানা কবিতার সরোবরে
চিকচিকে বালিকণা মুখ তুলে হাসে
সময়ের আরশি হাতে ছুটে চলে মহাকাল
মানবজমিনে, হৃদয়ের তীর ধরে।
কাল-যুগ-মাস ব্যপী যাযাবর স্রোতে
শুধুই অবগাহন, সময়-সিম্ফনী ধরে একই পরিভ্রমণ
মিটেনা তো সখ, মিটে না আয়েস
স্মিতধা মলিন অধরে স্নিগ্ধ বিকেল হাতে
কূল ধরে হাঁটি সাগরের মোহনায়।
গাঙশালিকের হারানো পালক খোঁজে
পেলাম শুভ্র মোড়কে মোড়া ভবিষ্যতের দেখা
একদিন জানি; অদেখা ভবিষ্যত করবে হতাশ
তাকাব হয়তো তখন আজকের পানে, দেখব শুধু -
জলছবি এক জেগে আছে যেন কবর কন্দরে
কিছু প্রিয়মুখ কিবা সুধীজনের মনের মন্দিরে।।
একদিন এই আমি; আত্মার অবসরে,
পেলাম কিছু খোলা দানা কবিতার সরোবরে
চিকচিকে বালিকণা মুখ তুলে হাসে
সময়ের আরশি হাতে ছুটে চলে মহাকাল
মানবজমিনে, হৃদয়ের তীর ধরে।
কাল-যুগ-মাস ব্যপী যাযাবর স্রোতে
শুধুই অবগাহন, সময়-সিম্ফনী ধরে একই পরিভ্রমণ
মিটেনা তো সখ, মিটে না আয়েস
স্মিতধা মলিন অধরে স্নিগ্ধ বিকেল হাতে
কূল ধরে হাঁটি সাগরের মোহনায়।
গাঙশালিকের হারানো পালক খোঁজে
পেলাম শুভ্র মোড়কে মোড়া ভবিষ্যতের দেখা
একদিন জানি; অদেখা ভবিষ্যত করবে হতাশ
তাকাব হয়তো তখন আজকের পানে, দেখব শুধু -
জলছবি এক জেগে আছে যেন কবর কন্দরে
কিছু প্রিয়মুখ কিবা সুধীজনের মনের মন্দিরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৪/১১/২০১৪সুন্দর উপমায় সমৃদ্ধ কবিতা
-
মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪এই লেখাটি ও অসাধারন,পড়তে পড়তে মুগদ্ধ হয়ে গেলাম
-
হলুদকমা ০৬/১১/২০১৪কাল-যুগ-মাস ব্যপী যাযাবর স্রোতে
দারুন লাগলো কবি। -
রেনেসাঁ সাহা ০৫/১১/২০১৪মন মুগ্ধ হয়ে নিশ্চুপ হয়ে উঠছে। ভাষা খুঁজছে না। কারণ মন জানে ভাষা খুঁজে পাওয়া যাবে না। শুধু উপভোগ করছে ।
কবি, সিম্ফনী কী?
শব্দটির সাথে আমি নব-পরিচিত হলাম। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪আপনার কবিতাতো সুন্দর বা ভালো না হয়ে উপায় নেই। সত্যি ভালো লাগলো কবিতাটি।
-
মোহাম্মদ তারেক ১৭/১০/২০১৪সুন্দর লাগল কবিতাটি...কেন যেন এ জাতীয় কবিতায় মনের ওজন বেড়ে যায়....কিন্তু মনের পাখি হয়ে উড়তেই শখ বেশী।
-
শিমুল শুভ্র ১৭/১০/২০১৪বেশ বলিষ্ঠ কবিতা পাঠ করলাম , বড় ভালো লাগলো ।