www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজব রহস্যাগার

আজব রহস্যাগার

এধারে ছিল কাঁশবন ঘেরা এদোডোবা এক,
ঝর্ণাধারা ছিল এক ওধারে। ঝর্ণার জল এলো
এদোডোবা পাড়ে, আকাশ এলো কি নেমে
ধরার ‘পরে? শূণ্যগর্ভ হলো স্থির মঙ্গলে
গড়ে তুলবে এক আজব নগর – জীবনের রসায়ন,
আগামীর ভিত। বিজ্ঞানী তার্কিক তাবত ধর্মতত্ববিদ
গলদঘর্ম সদা খুঁজে ফিরে তীর রহস্যাগারের।

এখানে তার্কিক, ওখানে বিজ্ঞানী সদা তৎপর
কেবল ধর্মগুরু করে ঈশ্বরে নির্ভর।
একটি রেল সবেগেতে ধায়, করে না ভ্রুক্ষেপ।
জানে না সে পথ-ঘাট চেনে না নগর,
পশে না কানেতে তার কোন হুঙ্কার
শুধু জানে; নতুন পৃথিবীতে পৌঁছতে হবে তার
ঘড়ির কাঁটায় - ঠিক দশ ঘটিকায়।

ওখানে. ওই রহস্যাগারে নিয়মিত সভা হতো
উৎসবের নীরব গানে সাজাতো বেদী প্রতি পরবে;
ঝর্ণার জল এলে সাদরে বরিতে তারে হতো উন্মূখ।
একদা সে জল এলে সাদরে বরিয়া তারে
লাগায় ঘরেতে তালা; আর কোন সভা নয়,
নয় কোন গান, মুলতবি সভা সব, সব আয়োজন
বিজ্ঞানী ভেবে মরে রহস্য জানার, সমাজপতিরা ভাবে একি কারবার!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কলিরসন্ধ্যা ৩১/১০/২০১৪
    রহস্যাবৃত রচনা-ই আমাকে বুঝিয়েছে,
    আপনি কেমন প্রতিভার অধিকারী!
    সত্যিই অসাধারণ।
    • অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪
      বিনয় নয়, সত্যি বলছি - আমি এ্যমেচার লেখিয়ে। কখনো বছরে এক কবিতার জন্ম হয় না, কখনো দিনে পাঁচ কবিতা। তাই নিজেকে কখনো কবি হিসাবে ভাবি না। তবে সুযোগ পেলে আপনাদের কবিতা পড়ি।

      কবিতা পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
  • রহস্যাবৃত রচনা। আপনার ভাবনার প্রকাশে মুগ্ধ হলাম...
  • শুধু জানে নতুন পৃথিবিতে পৌছাতে হবে তার। লেখাটা অনেক ভালো লাগলো।
    • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
      ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
      বেশ দ্বন্দ্ব ছিল - এই নগ্নতা পাঠকরা কিভাবে নিবেন।

      কবিতাটি নানান ব্লগের পাতায় গেছে। আশ্বস্থ হলাম; কোথাও থেকে কোন খারাপ 'ফিডব্যাক' পাই নি।

      ভাল থাকুন, কবিতার সাথে থাকুন।
  • রাসেল মিয়া ১৪/১০/২০১৪
    ভালো লাগলো
    • অনিরুদ্ধ বুলবুল ১৪/১০/২০১৪
      শুধু শুধু ভাল লাগলে হবে?
      কিছু বলে যান?
      কেন ভাল লাগল?

      ধন্যবাদ কবি।
      শুধু শুধু মন্তব্য দেয়ার চে' যে না দেয়াও শ্রেয়ঃ
  • অসমাপ্ত গল্পটি ১৪/১০/২০১৪
    এখনো আমার বুঝার বয়স হয়নি।
  • আফরান মোল্লা ১৩/১০/২০১৪
    ভালো॥
    • অনিরুদ্ধ বুলবুল ১৪/১০/২০১৪
      কি কারণে 'ভাল' কিছুই বুঝলাম না।
      আরে ভাই শুনে যান; এটা তো কোন কবিতাই না!
      • আফরান মোল্লা ১৪/১০/২০১৪
        তাহলে আপনি কবিতা বিষয়শ্রেণীতে প্রকাশ করলেন কেন?
        • অনিরুদ্ধ বুলবুল ১৪/১০/২০১৪
          ওহ্, তাই বুঝি?
          কিছুই না পারলেও সবারই তো শখ হয় কবিতা লিখতে, আমারো হয়েছিল, তাই।

          ধন্যবাদ মোল্লা ভাই।
  • অনিরুদ্ধ বুলবুল ১৩/১০/২০১৪
    একটা কৈফিয়তঃ কোন এক কবি থেকে ধার করা ‘থীম’ নিয়ে কবিতাটি লেখা। সেই কবির কাছে কৃতজ্ঞ আমি।
 
Quantcast