আজব রহস্যাগার
আজব রহস্যাগার
এধারে ছিল কাঁশবন ঘেরা এদোডোবা এক,
ঝর্ণাধারা ছিল এক ওধারে। ঝর্ণার জল এলো
এদোডোবা পাড়ে, আকাশ এলো কি নেমে
ধরার ‘পরে? শূণ্যগর্ভ হলো স্থির মঙ্গলে
গড়ে তুলবে এক আজব নগর – জীবনের রসায়ন,
আগামীর ভিত। বিজ্ঞানী তার্কিক তাবত ধর্মতত্ববিদ
গলদঘর্ম সদা খুঁজে ফিরে তীর রহস্যাগারের।
এখানে তার্কিক, ওখানে বিজ্ঞানী সদা তৎপর
কেবল ধর্মগুরু করে ঈশ্বরে নির্ভর।
একটি রেল সবেগেতে ধায়, করে না ভ্রুক্ষেপ।
জানে না সে পথ-ঘাট চেনে না নগর,
পশে না কানেতে তার কোন হুঙ্কার
শুধু জানে; নতুন পৃথিবীতে পৌঁছতে হবে তার
ঘড়ির কাঁটায় - ঠিক দশ ঘটিকায়।
ওখানে. ওই রহস্যাগারে নিয়মিত সভা হতো
উৎসবের নীরব গানে সাজাতো বেদী প্রতি পরবে;
ঝর্ণার জল এলে সাদরে বরিতে তারে হতো উন্মূখ।
একদা সে জল এলে সাদরে বরিয়া তারে
লাগায় ঘরেতে তালা; আর কোন সভা নয়,
নয় কোন গান, মুলতবি সভা সব, সব আয়োজন
বিজ্ঞানী ভেবে মরে রহস্য জানার, সমাজপতিরা ভাবে একি কারবার!
এধারে ছিল কাঁশবন ঘেরা এদোডোবা এক,
ঝর্ণাধারা ছিল এক ওধারে। ঝর্ণার জল এলো
এদোডোবা পাড়ে, আকাশ এলো কি নেমে
ধরার ‘পরে? শূণ্যগর্ভ হলো স্থির মঙ্গলে
গড়ে তুলবে এক আজব নগর – জীবনের রসায়ন,
আগামীর ভিত। বিজ্ঞানী তার্কিক তাবত ধর্মতত্ববিদ
গলদঘর্ম সদা খুঁজে ফিরে তীর রহস্যাগারের।
এখানে তার্কিক, ওখানে বিজ্ঞানী সদা তৎপর
কেবল ধর্মগুরু করে ঈশ্বরে নির্ভর।
একটি রেল সবেগেতে ধায়, করে না ভ্রুক্ষেপ।
জানে না সে পথ-ঘাট চেনে না নগর,
পশে না কানেতে তার কোন হুঙ্কার
শুধু জানে; নতুন পৃথিবীতে পৌঁছতে হবে তার
ঘড়ির কাঁটায় - ঠিক দশ ঘটিকায়।
ওখানে. ওই রহস্যাগারে নিয়মিত সভা হতো
উৎসবের নীরব গানে সাজাতো বেদী প্রতি পরবে;
ঝর্ণার জল এলে সাদরে বরিতে তারে হতো উন্মূখ।
একদা সে জল এলে সাদরে বরিয়া তারে
লাগায় ঘরেতে তালা; আর কোন সভা নয়,
নয় কোন গান, মুলতবি সভা সব, সব আয়োজন
বিজ্ঞানী ভেবে মরে রহস্য জানার, সমাজপতিরা ভাবে একি কারবার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কলিরসন্ধ্যা ৩১/১০/২০১৪
-
উদ্বাস্তু নিশাচর ৩০/১০/২০১৪রহস্যাবৃত রচনা। আপনার ভাবনার প্রকাশে মুগ্ধ হলাম...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/১০/২০১৪শুধু জানে নতুন পৃথিবিতে পৌছাতে হবে তার। লেখাটা অনেক ভালো লাগলো।
-
রাসেল মিয়া ১৪/১০/২০১৪ভালো লাগলো
-
অসমাপ্ত গল্পটি ১৪/১০/২০১৪এখনো আমার বুঝার বয়স হয়নি।
-
আফরান মোল্লা ১৩/১০/২০১৪ভালো॥
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/১০/২০১৪একটা কৈফিয়তঃ কোন এক কবি থেকে ধার করা ‘থীম’ নিয়ে কবিতাটি লেখা। সেই কবির কাছে কৃতজ্ঞ আমি।
আপনি কেমন প্রতিভার অধিকারী!
সত্যিই অসাধারণ।