ক্ষণপ্রভার আলো
অরণ্যের এক ফালি রোদ
যখন দিঘীর জল ছুঁলো
আকাশ কোণে একটু হলকা আবেশ
একটু রংচঙে ছটাও ছিল
ওই যে সিঁদুরের আবছা খেলা
ঠিক তার মাঝে আমি
খুব কাছ ঘেঁষে তোমার।
এর মাঝে কি জানি এক ঠুনকো শব্দে
সকালের আভাস এলো
সব সেই আগের মতোন
মাথার উপর সাদা শিলিং
চকচকে সেই সোনালী পাখা
আর আমার বাস্তবে ফেরা।
ক্ষণপ্রভার ক্ষণিক আলোয় ভেসে গেছে আমার মানুষ।
যখন দিঘীর জল ছুঁলো
আকাশ কোণে একটু হলকা আবেশ
একটু রংচঙে ছটাও ছিল
ওই যে সিঁদুরের আবছা খেলা
ঠিক তার মাঝে আমি
খুব কাছ ঘেঁষে তোমার।
এর মাঝে কি জানি এক ঠুনকো শব্দে
সকালের আভাস এলো
সব সেই আগের মতোন
মাথার উপর সাদা শিলিং
চকচকে সেই সোনালী পাখা
আর আমার বাস্তবে ফেরা।
ক্ষণপ্রভার ক্ষণিক আলোয় ভেসে গেছে আমার মানুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র রায় ১৩/০২/২০১৮চমৎকার
-
স্বপ্নময় স্বপন ০৮/০৭/২০১৭অসাধারন!পাতায় আমন্ত্রন!
-
Anjon Ch.Acharjee ২২/০১/২০১৭ভালো লাগল। সম্ভাবনাময় লেখা।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ১০/০১/২০১৭অনেক সুন্দর লিখেছেন
-
সোলাইমান ০৯/০১/২০১৭তির্যক ভাবনায় বাস্তব ফুটে উঠেছে।
বেশ ভালো লাগল। -
রাবেয়া মৌসুমী ০২/০১/২০১৭সুন্দর
-
শমসের শেখ ০২/০১/২০১৭হলকা হবে না হালকা হবে?
-
শমসের শেখ ০২/০১/২০১৭অনেক ভালো লিখেছেন কবি তবে বানান গুলো একটু ভালো করে দেখে নিয়েন।
-
আমি-তারেক ০১/০১/২০১৭sundor expression...
-
সাইয়িদ রফিকুল হক ০১/০১/২০১৭ভালো লাগলো।