আজ তুমি কোথাও যেওনা
আজ তুমি কোথাও যেওনা
এখানে থাকো
আমার পাশেই
ধুম জ্বরে পুড়ছি আমি
চোখে যেন আগুন হলকা
হাতটা ধরো
আজ তুমি কোথাও যেও না
আজ তুমি আমার থেকো।
ঝাপসা হচ্ছি
তোমার ঘ্রাণ পাচ্ছি
সেই প্রিয় টান
নেশা হচ্ছে
তুমি যেও না
খুব কাছে থাকো
আজ তুমি কোথাও যেওনা
আজ তুমি আমার থেকো।
এখানে থাকো
আমার পাশেই
ধুম জ্বরে পুড়ছি আমি
চোখে যেন আগুন হলকা
হাতটা ধরো
আজ তুমি কোথাও যেও না
আজ তুমি আমার থেকো।
ঝাপসা হচ্ছি
তোমার ঘ্রাণ পাচ্ছি
সেই প্রিয় টান
নেশা হচ্ছে
তুমি যেও না
খুব কাছে থাকো
আজ তুমি কোথাও যেওনা
আজ তুমি আমার থেকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নরসিংহ (নব রঞ্জন সিংহ) ০৮/১২/২০১৬
-
আসির সাদিক রনি ২৬/১১/২০১৬সমস্যা নেই । যাবে না । যা আপনার তা আপনারি থাকবে!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১১/২০১৬খুব ভাল হয়েছে।
-
মোমিনুল হক আরাফাত ১৭/১১/২০১৬ডাক্তারের কাছে যান
-
সোলাইমান ১৭/১১/২০১৬Nice
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১১/২০১৬বেশ হয়েছে।
এরপরেও কি ছেড়ে যাওয়া যায়, মূর্খ নাকি !