যে চিঠি হয়নি দেওয়া -১
ভাবনায় শিকল পরালে ভালো হতো,
তালায় চাবি পরিয়ে হারিয়ে ফেললে আরো ভালো হতো,
আরো ভালো হতো আকস্মাৎ স্মৃতি হারিয়ে নতুন রূপ পেলে
বয়ে বেড়ানো সব ক্ষত মাড়িয়ে আসলে,
তোমার মুখটা ভুলে গেলে ভালো হতো
মরে গেলে এই আমি আরো ভালো হতো।
তালায় চাবি পরিয়ে হারিয়ে ফেললে আরো ভালো হতো,
আরো ভালো হতো আকস্মাৎ স্মৃতি হারিয়ে নতুন রূপ পেলে
বয়ে বেড়ানো সব ক্ষত মাড়িয়ে আসলে,
তোমার মুখটা ভুলে গেলে ভালো হতো
মরে গেলে এই আমি আরো ভালো হতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১৭/১১/২০১৬
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১১/২০১৬লেখা হয়েছিল চিঠি
হয়নি তে দেয়া -
সুজিত মান্না ১৭/১১/২০১৬আচ্ছা পড়লাম
-
নির্মলেন্দু পোদ্দার ১৭/১১/২০১৬মরণেই শেষ নয়, কাপুরুষ মরে যায়...
-
মোমিনুল হক আরাফাত ১৭/১১/২০১৬মরে যাওয়া কখনো ভাল হয় না। Good luck
-
সোলাইমান ১৭/১১/২০১৬অনেক সুন্দর কথাগুল লিখেছেন কিন্তু মরে গেলে কি সব শেষ হয়ে যায়।
-
রাবেয়া মৌসুমী ১৭/১১/২০১৬না না এতটা নিষ্ঠুর হবেননা।
তোমার মুখটা ভুলে গেলে ভালো হতো"