শুক্লপক্ষের ব্যস্ততা
আমাদের শুক্লপক্ষে ব্যস্ততা বাড়ে,
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে
হারাতে থাকে ছোট ছোট স্বপ্ন।
গল্প গুটিয়ে নেয় তার হাত
হারিয়ে যায় সব কথা
আবছা হয়ে যায় সেই মুখ।
অচেনা একটা ঘোরের মাঝে
আমাদের ব্যস্ততা বাড়ে
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে।
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে
হারাতে থাকে ছোট ছোট স্বপ্ন।
গল্প গুটিয়ে নেয় তার হাত
হারিয়ে যায় সব কথা
আবছা হয়ে যায় সেই মুখ।
অচেনা একটা ঘোরের মাঝে
আমাদের ব্যস্ততা বাড়ে
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬আমার প্রিয় কবি...আর তার লিখা আমার আন্যতম ভাললাগার কবিতা এটি । জীবনের সহজ সাবলিল ঘটনা গুলোকে ছন্দের তালে বাধার যে অসম্ভব গুনটি তাঁর ছিল । তা সত্যিই এক চমৎকার এক ব্যাপার ।