কথন
তুমি: মাঝে মাঝে আমাদের কথা হবে,
মাঝে মাঝে।
আমি: না, মাঝে মাঝে আমাদের কথা হবে না,
মাঝে মাঝে কথার মানুষ আমরা ছিলাম না।
মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না!
মাঝে মাঝে।
আমি: না, মাঝে মাঝে আমাদের কথা হবে না,
মাঝে মাঝে কথার মানুষ আমরা ছিলাম না।
মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ০১/১১/২০১৬গুড
-
আসগার এইচ পারভেজ ০৫/১০/২০১৬অভিমানী কবিতা, ভালো লাগলো...
-
স্বপ্নময় স্বপন ০৫/১০/২০১৬আমরা এস কথা বলি কোন কথা না বলে...
অসাধারণ! প্রেমাপ্লুপ্ত! -
মেহেদী হাসান (নয়ন) ০৩/১০/২০১৬khub valo laglo
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/১০/২০১৬ছোট কবিতা হলেও সুন্দর ও অর্থপূর্ণ।
-
হাসান কাবীর ০২/১০/২০১৬গদ্য পদ্যের স্বাদ পেলাম।
-
পরশ ০২/১০/২০১৬সুন্দর
-
কালপুরুষ ০২/১০/২০১৬বেশ ছিমছাম আধুনিকতা
ভালো লাগলো -
রোজারিও ০২/১০/২০১৬প্রচন্ড আধুনিক!
মাঝে মাঝেটা থাকুক পৃথিবীর বাকি তুচ্ছসব প্রাণীর জন্য ।তোমাতে-আমাতে কথা হবে সবসময়!