করপোরেট বৃৃষ্টি আমাদের
আজকে ২০শে সেপ্টেম্বর।
কোথাও না কোথায় হয়তো বৃষ্টি হবে। অফিসের গারদ বেয়ে নেমে যাবে করপোরেট সেই বৃষ্টি। কেউ অফিসে আটকে থাকবে। কেউবা থাকবে তার ঘরে। কেউ হয়তো জানতে চাইবে বৃষ্টিতে ভিজচ্ছেন নাকি? কেউ উত্তর দিবে শুধুই হাত ভিজাচ্ছি। কেউ আবার বলবে খুব বান্দরবান মিস করছি। শুনে অন্য কেউ হয়তো বলবে খুব পাহাড় ভালবাসেন বুঝি, আমি ভালবাসি সমুদ্র।
কোথাও না কোথাও আজকের দিন থেকে কারো না কারো শুরু হবে কাছে থাকার গল্প। ভালবাসার কথা।
আমাদের আজকের দিনটাই শুধু রয়ে গেল ফাঁকা। আমাদের বলে ফেললাম। আজো আমাদের থেকে আমি আলাদা করতে পারলাম না।
আমাকে ছাড়া ভালো আছো তো? ব্যস্ত থাকা আর ভাল থাকা কিন্তু এক নয়। রবীন্দ্রনাথ এর একটা কবিতার লাইন ছিল এমন,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে –
কিছুই কি নেই বাকি?’
আমাদের কি কিছুই বাকী নেই?
আমাদের থেকে আমরা হয়তো আলাদা হয়েছি। তুমি আমাদের সেই তুমি ভালো থেকো।
কোথাও না কোথায় হয়তো বৃষ্টি হবে। অফিসের গারদ বেয়ে নেমে যাবে করপোরেট সেই বৃষ্টি। কেউ অফিসে আটকে থাকবে। কেউবা থাকবে তার ঘরে। কেউ হয়তো জানতে চাইবে বৃষ্টিতে ভিজচ্ছেন নাকি? কেউ উত্তর দিবে শুধুই হাত ভিজাচ্ছি। কেউ আবার বলবে খুব বান্দরবান মিস করছি। শুনে অন্য কেউ হয়তো বলবে খুব পাহাড় ভালবাসেন বুঝি, আমি ভালবাসি সমুদ্র।
কোথাও না কোথাও আজকের দিন থেকে কারো না কারো শুরু হবে কাছে থাকার গল্প। ভালবাসার কথা।
আমাদের আজকের দিনটাই শুধু রয়ে গেল ফাঁকা। আমাদের বলে ফেললাম। আজো আমাদের থেকে আমি আলাদা করতে পারলাম না।
আমাকে ছাড়া ভালো আছো তো? ব্যস্ত থাকা আর ভাল থাকা কিন্তু এক নয়। রবীন্দ্রনাথ এর একটা কবিতার লাইন ছিল এমন,
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে –
কিছুই কি নেই বাকি?’
আমাদের কি কিছুই বাকী নেই?
আমাদের থেকে আমরা হয়তো আলাদা হয়েছি। তুমি আমাদের সেই তুমি ভালো থেকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ২৫/১০/২০১৬মোহাবিষ্ট! অনবদ্য!
-
এন এম ইকবাল সাঈম ২১/০৯/২০১৬হা হা হা কি...।।
-
আবু সাহেদ সরকার ২১/০৯/২০১৬বেশ
-
সোলাইমান ২১/০৯/২০১৬সুন্দর
-
সাইফ রুদাদ ২১/০৯/২০১৬"ব্যস্ত থাকা আর ভাল থাকা
কিন্তু এক নয়। " - অমর পঙক্তি -
মোহাম্মদ ২০/০৯/২০১৬খুব সুন্দর হয়েছে।