খুব ঘুম দরকার
অজস্র ফ্রিজিয়াম যোগে একটা ঘুম দরকার,
গভীর ঘুম
জেগে ওঠার কথা নেই।
অনেক বছর ঘুমাইনি
বিশ্রাম দরকার
বড্ড ক্লান্ত
ভাসতে ভাসতে ধুঁকতে ধুঁকতে,
বিশ্বাসের মারপ্যাচে
আটকে থাকতে থাকতে
জং ধরে গেছে,
ক্লান্ত লাগে ভীষণ
খুব ঘুম দরকার।
তোমার শহর বড্ড ব্যস্ত
আমার ঘুম দরকার।
গভীর ঘুম
জেগে ওঠার কথা নেই।
অনেক বছর ঘুমাইনি
বিশ্রাম দরকার
বড্ড ক্লান্ত
ভাসতে ভাসতে ধুঁকতে ধুঁকতে,
বিশ্বাসের মারপ্যাচে
আটকে থাকতে থাকতে
জং ধরে গেছে,
ক্লান্ত লাগে ভীষণ
খুব ঘুম দরকার।
তোমার শহর বড্ড ব্যস্ত
আমার ঘুম দরকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ০৯/০৯/২০১৬অনেক ভাল
-
স্বপ্নময় স্বপন ০৮/০৯/২০১৬অসাধারণ! অনন্য! অনবদ্য! - কুম্ভকর্ণের ভালোবাসা...
-
শমীক বন্দ্যোপাধ্যায় ০৮/০৯/২০১৬বাঃ। খুব সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৯/২০১৬ঘুম দরকার, তবে বেশী নয়
-
জয় ০৭/০৯/২০১৬আসলে আমরা কিন্তু ঘুমিয়ে আছি , খুব অল্প জেগে ... ভালো লাগলো ।
-
অঙ্কুর মজুমদার ০৭/০৯/২০১৬vlo......
-
সোলাইমান ০৭/০৯/২০১৬ভাল লেগেছে কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৯/২০১৬সুন্দর হয়েছে।
-
সভ্যচাষী সপ্তম ০৭/০৯/২০১৬জেগে উঠবার প্রত্যাশায়
তব ঘুম প্রার্থণা
জাগিয়ে তুলবার
সভ্যতা জ্বালিয়ে সভ্য-মায়ায়।।
প্রশ্নহীন আনন্দ নন্দিত
স্বপ্নহীন এক রত্তির ফ্রিজিয়ামহীন সুষম ঘুম
মুহূর্তে কেটে যাক
সহস্রাব্দ..............................................
কবির প্রতি প্রার্থনা এই