ওর যত্ন নিও
তুমি দেখে রেখো
আমি আকাশ দিলাম লেখে
তুমি তারাদের দেখো
ঐ চাঁদটাকেও
ও আমার মতোন একা
কেমন যেন ফ্যাকাসে
মন খারাপ করা ম্যাটম্যাটে।
ওকেও মনে হয় ছেড়েছে কেউ
আপন কেউ
যেমন ছেড়েছে সে
একটা কালো দাগ ওরো আছে
আমার মতোন
কাছে থেকে দেখা ভার
অসম্ভব সাবধানী দাগ।
ওর যত্ন নিও
ওর যত্ন দরকার
নাহলে একদিন বিশ্বাস উঠে সবার
একরাতের খেলা হয়ে যাবে সব
ওর যত্ন নিও খুব
ওর তোমায় দরকার।
আমি আকাশ দিলাম লেখে
তুমি তারাদের দেখো
ঐ চাঁদটাকেও
ও আমার মতোন একা
কেমন যেন ফ্যাকাসে
মন খারাপ করা ম্যাটম্যাটে।
ওকেও মনে হয় ছেড়েছে কেউ
আপন কেউ
যেমন ছেড়েছে সে
একটা কালো দাগ ওরো আছে
আমার মতোন
কাছে থেকে দেখা ভার
অসম্ভব সাবধানী দাগ।
ওর যত্ন নিও
ওর যত্ন দরকার
নাহলে একদিন বিশ্বাস উঠে সবার
একরাতের খেলা হয়ে যাবে সব
ওর যত্ন নিও খুব
ওর তোমায় দরকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খোরশেদ সোয়েব ১৫/০৯/২০১৬ভালো লাগলো
-
শমীক বন্দ্যোপাধ্যায় ০৯/০৯/২০১৬মন ভরে গেল
-
জয় ০৭/০৯/২০১৬বেশ ভালো ছিল ।
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ০৭/০৯/২০১৬অপূর্ব খুব ভালো লেখা।
-
সোলাইমান ০৬/০৯/২০১৬খুব সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৯/২০১৬ভালো লাগলো।
-
অঙ্কুর মজুমদার ০৬/০৯/২০১৬vlo..
-
স্বপ্নময় স্বপন ০৫/০৯/২০১৬অসাধারণ!