দোষের কিছু নেই
চেষ্টা করে দেখতে পারো
দোষের কিছু নেই
যদি পারো মুছতে
ঠোঁটে কামড়ের কাম
ভিজা চুলের ছবি
আর সেই কালো তিলটা
যার জন্য তুমি অস্থির।
চেষ্টা করে দেখতে পারো
দোষের কিছু নেই
যদি পারো ভুলতে।
একবার শুধু মনে করে সব
ভুলে যেও সব
আমার পায়ের স্পর্শ
ছেড়ে যেওনা বলা
বেলী ফুলের দাবী
মেঘ ছোঁয়ার আশা
লাল শাড়ির বায়না।
ভুলে যেও সব
দোষের কিছু নেই
যদি পারো ভুলতে।
দোষের কিছু নেই
যদি পারো মুছতে
ঠোঁটে কামড়ের কাম
ভিজা চুলের ছবি
আর সেই কালো তিলটা
যার জন্য তুমি অস্থির।
চেষ্টা করে দেখতে পারো
দোষের কিছু নেই
যদি পারো ভুলতে।
একবার শুধু মনে করে সব
ভুলে যেও সব
আমার পায়ের স্পর্শ
ছেড়ে যেওনা বলা
বেলী ফুলের দাবী
মেঘ ছোঁয়ার আশা
লাল শাড়ির বায়না।
ভুলে যেও সব
দোষের কিছু নেই
যদি পারো ভুলতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০৫/০৯/২০১৬কেমন যেনো একটু তাড়াহুড়ো মনে হোলো, আপনি এর চেয়েও ভালো লিখেন। কবিতাকে আরো সময় দিন। শুভকামনা রইলো।
-
অঙ্কুর মজুমদার ০৫/০৯/২০১৬vlo.
-
সোলাইমান ০৫/০৯/২০১৬সুন্দর