ঠিক সে
আমি তার কথার দিকে তাকাইনি
তাই সে অপেক্ষায় আছে
আমি তার স্বপ্ন খুঁজিনি
তাই সে আমাকে খোঁজে
আমি তার উলটো পথে হাটি
তাই সে মোড়ে দাঁড়িয়ে
আমি মরে গিয়েও আটকে আছি
তাই সে আমায় ডাকে।
অযোগ্য মানুষকে ভালবাসছি আমি
ঠিক তার মতোন।
তাই সে অপেক্ষায় আছে
আমি তার স্বপ্ন খুঁজিনি
তাই সে আমাকে খোঁজে
আমি তার উলটো পথে হাটি
তাই সে মোড়ে দাঁড়িয়ে
আমি মরে গিয়েও আটকে আছি
তাই সে আমায় ডাকে।
অযোগ্য মানুষকে ভালবাসছি আমি
ঠিক তার মতোন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ০৪/০৯/২০১৬বেশ সুন্দর কবিতাটা কবি।
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/০৯/২০১৬অপেক্ষাকৃত
-
সোলাইমান ০৩/০৯/২০১৬ভালো লেগেছে।
-
মোনালিসা ০৩/০৯/২০১৬লেখাতি ভাল হয়েছে।
-
অঙ্কুর মজুমদার ০২/০৯/২০১৬sunodr, bash vlo
-
স্বপ্নময় স্বপন ০২/০৯/২০১৬ভাষাতীত সৌন্দর্যে বিমোহিত হইয়া প্রেমাপ্লুপ্ত!