তুই শুধুই তুই
তোকে নিয়েই লেখি
শুধু তোকে নিয়েই
তুই ছাড়া কিছু আসে না
কিছুই পারিনা
কি করার
তোকে ছাড়া ভাববো কি বল?
তুই তো শুধুই তুই
চলে গেলি তো কি
লেখা বন্ধ হবে
নাকি মন মেরে ফেলবো
নাকি আমিই মরে যাবো?
তোকে নিয়েই লেখি
শুধু তোকে নিয়েই
তুই ছাড়া কিছু আসে না আর।
শুধু তোকে নিয়েই
তুই ছাড়া কিছু আসে না
কিছুই পারিনা
কি করার
তোকে ছাড়া ভাববো কি বল?
তুই তো শুধুই তুই
চলে গেলি তো কি
লেখা বন্ধ হবে
নাকি মন মেরে ফেলবো
নাকি আমিই মরে যাবো?
তোকে নিয়েই লেখি
শুধু তোকে নিয়েই
তুই ছাড়া কিছু আসে না আর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/০৯/২০১৬supper poem
-
সুব্রত সামন্ত (বুবাই) ১০/০৯/২০১৬আরো একটি ভালো কবিতা পড়লাম
-
স্বপ্নময় স্বপন ০২/০৯/২০১৬অনুপম! অনন্য! অনবদ্য! অসাধারণ! বিমোহিত! বিমুগ্ধ! আপ্লুত! আনন্দিত!!!
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৯/২০১৬বেশ রোম্যান্টিক!
-
পরশ ০২/০৯/২০১৬ভাল হয়েছে
-
অঙ্কুর মজুমদার ০২/০৯/২০১৬vlo..
-
মেহেদী হাসান (নয়ন) ০১/০৯/২০১৬খুব ভাল লাগল
-
মোনালিসা ০১/০৯/২০১৬ভাল লাগ্ল।
-
ফয়জুল্লাহসাকি ০১/০৯/২০১৬তুই আছে যার তার আছে সব
এই ধরণীর মাঝে,
সুখ ও দুখে সঙ্গী যে হয়
সকাল এবং সাঁঝে।
তুই সে বাঁধন খুবই আপন
কেউ কি হতে পারে,
যার প্রেরণা হয় পাথেয়
পথে বারে বারে।