কেউ একজন ছিল
শেষ দেখাতে তুমি এসো না
অন্ধকারের পরেও না
কখনোই আর এসো না
থাকতেই ঘুরে আসোনি
আজো তাই থাক।
কিছুটা আফসোস থাক
কিছুটা দীর্ঘ আফসোস
অনুতপ্ত হতে বলছি না
শুধু একটু কথা থাক।
কোন এক বিষণ্ণ একায়
শুধু মনে রেখো
শুধুই মনে রেখো
কেউ একজন ছিল
তোমার কেউ একজন ছিল।
অন্ধকারের পরেও না
কখনোই আর এসো না
থাকতেই ঘুরে আসোনি
আজো তাই থাক।
কিছুটা আফসোস থাক
কিছুটা দীর্ঘ আফসোস
অনুতপ্ত হতে বলছি না
শুধু একটু কথা থাক।
কোন এক বিষণ্ণ একায়
শুধু মনে রেখো
শুধুই মনে রেখো
কেউ একজন ছিল
তোমার কেউ একজন ছিল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০৭/০৯/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৯/০৮/২০১৬vlo.
-
পরশ ১৯/০৮/২০১৬ভাল
-
স্বপ্নময় স্বপন ১৯/০৮/২০১৬পৌনঃপুনিকভাবে বিমুগ্ধ হইয়া মুগ্ধতায় মোহাবিষ্ট হইয়া পড়িলাম। অভিবাদন! শুভেচ্ছা! বহুদিন পর আগমন! মন উদ্বেলিত হইয়া উঠিল!