অসময়ে বৃৃষ্টি
তবু বৃষ্টি আসে অসময়ে
একদম অসময়ে
ঘুমন্ত সবকিছু
খুঁচিয়ে খুঁচিয়ে তোলে
ক্লান্ত লাগে।
মনে পরে
করপোরেট কাঁচের ঝমঝমিয়ে শব্দ,
তুমি আটকে আছো।
সদ্য পরিচিতা মাত্র
চার লাইনের লেখায়
চমকে দিয়েছিলাম।
তুমি হেসেছ ভীষণ
মনে পরে কিছু?
সব কিছু খুঁচিয়ে তোলে
বিচ্ছিরি এই বৃষ্টি।
সেই বৃষ্টি আসে তবু
একদম অসময়ে।
একদম অসময়ে
ঘুমন্ত সবকিছু
খুঁচিয়ে খুঁচিয়ে তোলে
ক্লান্ত লাগে।
মনে পরে
করপোরেট কাঁচের ঝমঝমিয়ে শব্দ,
তুমি আটকে আছো।
সদ্য পরিচিতা মাত্র
চার লাইনের লেখায়
চমকে দিয়েছিলাম।
তুমি হেসেছ ভীষণ
মনে পরে কিছু?
সব কিছু খুঁচিয়ে তোলে
বিচ্ছিরি এই বৃষ্টি।
সেই বৃষ্টি আসে তবু
একদম অসময়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/০৯/২০১৬বেশ সুন্দর তো।
-
মোবারক হোসেন ১৭/০৮/২০১৬ফাইন না বলেল সুন্দরের সত্যতা পরিস্কার হবে না! সত্যিই কবিতাটা সুন্দর।ধন্যবাদ বারবার!
-
পরশ ১৫/০৮/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৪/০৮/২০১৬vlo..
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৮/২০১৬ভালো।
-
স্বপ্নময় স্বপন ১৪/০৮/২০১৬প্রতিটি পংক্তিমালায় অনবদ্য ছন্দময়তা! বিমুগ্ধ! আবিষ্ট!