তোমার সেই
তোমার সেই নীলচে ধরা আকাশ
আমার সেই আটকে থাকা দিন।
তোমার সেই পাহাড় ছোঁয়া সময়
আমার সেই ঘরে থাকার দিন।
তোমার সেই দুনিয়া ভরা মানুষ
আমার সেই একলা তোমার রেশ।
তোমার সেই লালচে রঙা গ্লাস
আমার সেই মন খারাপের দিন।
তোমার সেই ছেড়ে যাওয়ার সময়
আমার সেই আটকে থাকার গান।
তোমার সেই না ভাবার ক্ষণ
আমার সেই অনন্ত আশ্রম।
তোমার সেই আমি হীনা মুখ
আমার সেই ঝাপসা চোখের কোণ।
আমার সেই আটকে থাকা দিন।
তোমার সেই পাহাড় ছোঁয়া সময়
আমার সেই ঘরে থাকার দিন।
তোমার সেই দুনিয়া ভরা মানুষ
আমার সেই একলা তোমার রেশ।
তোমার সেই লালচে রঙা গ্লাস
আমার সেই মন খারাপের দিন।
তোমার সেই ছেড়ে যাওয়ার সময়
আমার সেই আটকে থাকার গান।
তোমার সেই না ভাবার ক্ষণ
আমার সেই অনন্ত আশ্রম।
তোমার সেই আমি হীনা মুখ
আমার সেই ঝাপসা চোখের কোণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৪/০৯/২০১৬অপূর্ব
-
হাসান কাবীর ০৯/০৮/২০১৬উদাস করে দিলেন...... চমৎকার ভাবনা।
-
অঙ্কুর মজুমদার ০৮/০৮/২০১৬sattti khub sundor..
-
নাবিক ০৮/০৮/২০১৬খুউব সুন্দর
-
কষ্টের ফেরিওলা ০৮/০৮/২০১৬তোমার সেই না ভাবার ক্ষণ
আমার সেই অনন্ত আশ্রম।
তোমার সেই আমি হীনা মুখ
আমার সেই ঝাপসা চোখের কোণ।← শেষ লাইন বেশ হয়েছে ☺ -
স্বপ্নময় স্বপন ০৮/০৮/২০১৬"তোমার সেই অব্যক্ত কথা
আমার নৈশব্দে ব্যক্ত যত ব্যথা"
- অনন্য সুন্দর অমৃতসম কাব্য কলার জন্যে দুটি চরন! ভালবাসায় সিক্ত অভিবাদন! অফুরন্ত শুভেচ্ছা...।