বিব্রত লাগে ভীষণ
"এই হলো তোমার"
নিজের ডাকে বিব্রত লাগে ভীষণ
ধুম করে এমন করে ডাকতে হয় না
ধুম করে এমন করে ডাকতে নেই
অনেক পরে বুঝলাম।
ধুম করে বলতে নেই অনেক কিছু
ধুম করে বলতে হয়না মেলা কিছু
বলতে হয়না জায়গা হবে একটু
বলতে হয়না মন পুড়ে
বলা যায় না কষ্ট পাচ্ছি কিন্তু
ধুম করে বলতে হয় না
এই নামে পেটেণ্ড বসাবো
খবরদার যদি দাও কাউকে
বলতে হয় না একটা লেখা লেখ
শুধু আমি আমি আমিই।
ধুম করে বলতে হয়না অনেক কিছু
ধুম করে বলতে নেই মেলা কিছু
বলতে হয়না তুমি ডাকি প্লিজ
বলতে হয়না একটু সরে শোও
এইটুকুনই তো খাট
বলতে হয়না মেলা কিছু।
নিজের ডাকে বিব্রত লাগে ভীষণ
নিজের কথায় বিব্রত লাগে ভীষণ।
নিজের ডাকে বিব্রত লাগে ভীষণ
ধুম করে এমন করে ডাকতে হয় না
ধুম করে এমন করে ডাকতে নেই
অনেক পরে বুঝলাম।
ধুম করে বলতে নেই অনেক কিছু
ধুম করে বলতে হয়না মেলা কিছু
বলতে হয়না জায়গা হবে একটু
বলতে হয়না মন পুড়ে
বলা যায় না কষ্ট পাচ্ছি কিন্তু
ধুম করে বলতে হয় না
এই নামে পেটেণ্ড বসাবো
খবরদার যদি দাও কাউকে
বলতে হয় না একটা লেখা লেখ
শুধু আমি আমি আমিই।
ধুম করে বলতে হয়না অনেক কিছু
ধুম করে বলতে নেই মেলা কিছু
বলতে হয়না তুমি ডাকি প্লিজ
বলতে হয়না একটু সরে শোও
এইটুকুনই তো খাট
বলতে হয়না মেলা কিছু।
নিজের ডাকে বিব্রত লাগে ভীষণ
নিজের কথায় বিব্রত লাগে ভীষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়েজ উল্লাহ রবি ০৭/০৮/২০১৬বাহ! খুব ভাল শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৮/২০১৬নিজেকে বেশি ভালোবাসুন। তাই, সংশয় কেটে যাবে।
-
পরশ ০৭/০৮/২০১৬ভাল
-
স্বপ্নময় স্বপন ০৭/০৮/২০১৬ধুম করেই বলতে হলো 'ধামাকা' হয়েছে । ধুন্ধুমার! অনন্য! অনবদ্য! " সবগুলো প্রশংসাসূচক বিশেষণ এক্ষেত্রে প্রযোজ্য... অভিধান দেখে নেবেন অনুগ্রহপূর্বক"!!! ভালবাসাময় শুভেচ্ছা রইলো...