আগের মতোন হয়না
আজকাল কিছুই আগের মতোন হয়না
অভিমান হয়না
রাগ হয়না
কষ্টও হয়না
খুব সুন্দর করে হাসাও হয়না
তোমাকে ভোলাও হয়না।
অকারণে অভিমান জাগে
ধুম করে চোখ পুড়ে
তোমার মুখ মনে পরে
ক্লান্ত ক্লান্ত ক্লান্ত লাগে।
কিছুই আর আগের মতোন হয়না
হাতের মাঝে হাত রয় না
তোমার মাঝে আকাশ রয় না
কিছুই আর আগের মতোন হয়না।
অভিমান হয়না
রাগ হয়না
কষ্টও হয়না
খুব সুন্দর করে হাসাও হয়না
তোমাকে ভোলাও হয়না।
অকারণে অভিমান জাগে
ধুম করে চোখ পুড়ে
তোমার মুখ মনে পরে
ক্লান্ত ক্লান্ত ক্লান্ত লাগে।
কিছুই আর আগের মতোন হয়না
হাতের মাঝে হাত রয় না
তোমার মাঝে আকাশ রয় না
কিছুই আর আগের মতোন হয়না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ০৪/০৮/২০১৬
-
ফয়েজ উল্লাহ রবি ০৪/০৮/২০১৬ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০১৬ভালো।
-
স্বপ্নময় স্বপন ০৪/০৮/২০১৬সত্যিই দুর্দান্ত!
সে দিনের ভালো আজ হতেই পারে অন্ধকার কালো।।