মানালীর সেই গান
আর সুন্দর দেখো না
আমার চোখে পানি
আমার ভিতর কাঁদে।
মানালীর সেই গান
দীর্ঘ পথের বাঁক
বরফ মাঝের হাসি
আমরা একটি প্রাণ
মিষ্টি দুষ্টু গান
একসাথের আকাশ।
মনে কিছু পরে?
কিছু কি পরে?
সেই তোমার সেই গান।
একা তুমি দেখো না
একার কথা ছিল না
আর সুন্দর দেখো না
আমার চোখে পানি
আমার ভিতর কাঁদে।
আমার চোখে পানি
আমার ভিতর কাঁদে।
মানালীর সেই গান
দীর্ঘ পথের বাঁক
বরফ মাঝের হাসি
আমরা একটি প্রাণ
মিষ্টি দুষ্টু গান
একসাথের আকাশ।
মনে কিছু পরে?
কিছু কি পরে?
সেই তোমার সেই গান।
একা তুমি দেখো না
একার কথা ছিল না
আর সুন্দর দেখো না
আমার চোখে পানি
আমার ভিতর কাঁদে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়েজ উল্লাহ রবি ০৪/০৮/২০১৬বাহ!
-
দেবজ্যোতিকাজল ০৪/০৮/২০১৬ভাললাগল
-
স্বপ্নময় স্বপন ০৪/০৮/২০১৬" জল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল"... অদ্ভুত সুন্দর! অভিভুত! বিমুগ্ধ! আবিষ্ট!