রোদ চশমা
রোদ পোড়া দুপুরে
আজো ভাবি
নিশ্চয়ই রোদ চশমা ওঠেনি চোখে।
কপাল কুঁচকে নিশ্চয়ই আছো
ঠা ঠা রোদ যে,
চোখ টাটাচ্ছে নিশ্চয়ই।
ওই দেখ পানি আসলো
কেন যে করো?
মাঝে মাঝে রোদচশমা খুলে রাখি
পুড়ুক চোখ
মনের মতোন
শেষ হয়ে যাক
মরে যাক চোখ
গলে যাক কাজল
নষ্ট হোক সব।
রোদ চোখ পোড়ায় না আমার
পানিও আনে না
আনে তোমার না থাকায়।
আজো ভাবি
নিশ্চয়ই রোদ চশমা ওঠেনি চোখে।
কপাল কুঁচকে নিশ্চয়ই আছো
ঠা ঠা রোদ যে,
চোখ টাটাচ্ছে নিশ্চয়ই।
ওই দেখ পানি আসলো
কেন যে করো?
মাঝে মাঝে রোদচশমা খুলে রাখি
পুড়ুক চোখ
মনের মতোন
শেষ হয়ে যাক
মরে যাক চোখ
গলে যাক কাজল
নষ্ট হোক সব।
রোদ চোখ পোড়ায় না আমার
পানিও আনে না
আনে তোমার না থাকায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৩/০৮/২০১৬vlo..........
-
জসিম উদ্দিন জয় ০৩/০৮/২০১৬ভালো লিখেছেন । শুভ কামনা রইলো ।
-
আসাদুজ্জামান নূর ০২/০৮/২০১৬গুড
-
স্বপ্নময় স্বপন ০২/০৮/২০১৬যেখানে এখনো "তোমারে বেসেছি ভালো“ বলছে,
"কিচিমিচি শব্দে যেখানে পাখিরা গাইতে চাইছে
ভালোবাসার গান, মনের আলেয়ার আলোতে
বরং সেখানেই না হয় বেঁধে নিস নিজেকে,
জুতোর ফিতেবাঁধা রোদচশমার স্মৃতিতে "... আর কি বলা যায়? এইটুকুই থাক... বাকিটা থাক নির্বাক... অনন্য সুন্দর কাব্যের জন্যে! এই আমার নৈবেদ্য! -
হাসান কাবীর ০২/০৮/২০১৬অন্যরকম। ভাল লেগেছে।