কিছু ছিল কিছু ছিল
মধ্য রাতে ঘুম ভাঙলে
আমায় যখন খুঁজিস
তখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
কিছু ছিল কিছু ছিল
কিছুর কিছুও ছিল
ঠোঁটের মাঝে ঠোঁটে তোর
অল্প হলেও ছিল।
এখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
ছেড়ে যখন চলেই গেলি
মুছড়ে দিয়ে সব
চোখের কোণে ভিজে কেন
চিকেচিকে তোর জল।
তাও কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
আমায় যখন খুঁজিস
তখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
কিছু ছিল কিছু ছিল
কিছুর কিছুও ছিল
ঠোঁটের মাঝে ঠোঁটে তোর
অল্প হলেও ছিল।
এখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
ছেড়ে যখন চলেই গেলি
মুছড়ে দিয়ে সব
চোখের কোণে ভিজে কেন
চিকেচিকে তোর জল।
তাও কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৭/০৭/২০১৬ছন্দের সামান্য বিচ্যুতি এড়িয়ে গেলে, মোটাদাগে বলবো অসাধারন ভাবনা...। ভালো লেগেছে।
-
স্বপ্নময় স্বপন ২৩/০৭/২০১৬"কিছুর মধ্যে কিছু থাক
মনে দাগ কেটে যাক"
অনিন্দ্য সুন্দর! -
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০১৬ভালো লাগলো।
-
সজীব ২২/০৭/২০১৬অপরিহায্র শব্দের অভিসম্ভাবী বানিবিন্যাস
-
অঙ্কুর মজুমদার ২২/০৭/২০১৬besh sundor
-
দ্বীপ সরকার ২২/০৭/২০১৬ভালো।