নীল ফিরিয়ে দিলাম
ভালো আছি
যতোটা থাকা যায়
তার থেকে কিছুটা কম।
আর তুমি?
কতটা?
যতোটা থাকা যায়
তার থেকে নিশ্চয়ই বেশি।
তাই থেকো।
বলেছি তোমায়
হয়তো না
হাসিতে প্রাণ আছে
আলো আছে
আমিও ছিলাম।
সে সব পুরনো কাসুন্দী
পাহাড় সমুদ্রের গল্প
ভুলে যাওয়ারই কথা।
তোমার কথাই থাক
নীল ফিরিয়ে দিলাম
লালেই রয়ে গেলাম।
যতোটা থাকা যায়
তার থেকে কিছুটা কম।
আর তুমি?
কতটা?
যতোটা থাকা যায়
তার থেকে নিশ্চয়ই বেশি।
তাই থেকো।
বলেছি তোমায়
হয়তো না
হাসিতে প্রাণ আছে
আলো আছে
আমিও ছিলাম।
সে সব পুরনো কাসুন্দী
পাহাড় সমুদ্রের গল্প
ভুলে যাওয়ারই কথা।
তোমার কথাই থাক
নীল ফিরিয়ে দিলাম
লালেই রয়ে গেলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২২/০৭/২০১৬আপনার কবিতায় একটি গভীর ভাব থাকে,যা আগে বুঝতে পারিনি তার জন্য দুঃখিত ।
-
সজীব ২২/০৭/২০১৬nice1
-
দেবজ্যোতিকাজল ২১/০৭/২০১৬অতিসুন্দর
-
স্বপ্নময় স্বপন ২১/০৭/২০১৬“And in the end, it’s not the years in your life that count. It’s the life in your years.”
Thanks for this lovely one!