অন্ধ থাকুন
পিঠ বাঁচাতে পারলেন তো?
পারবেন নিশ্চয়
অনেকেই তো পারে
আপনিও পারবেন।
কত মানুষ তো মরে,
খুন হয়
তাতে কি?
চেপে যান,
কিছুই হয়নি ।
বুদ্ধিমান হোন
নিজের কিছু হয়নি
পরিবারো ঠিকঠাক
আর কি চাই?
ভাল থাকবেন।
অন্ধের ভান চলুক
আঁচ না লাগলে
জেগে উঠার কি দায়!
পারবেন নিশ্চয়
অনেকেই তো পারে
আপনিও পারবেন।
কত মানুষ তো মরে,
খুন হয়
তাতে কি?
চেপে যান,
কিছুই হয়নি ।
বুদ্ধিমান হোন
নিজের কিছু হয়নি
পরিবারো ঠিকঠাক
আর কি চাই?
ভাল থাকবেন।
অন্ধের ভান চলুক
আঁচ না লাগলে
জেগে উঠার কি দায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৬/০৭/২০১৬অসাধারন!
-
সঞ্চারিণী ১৩/০৭/২০১৬নামকরনটা দারুন!
-
শাহাদাত হোসেন রাতুল ১১/০৭/২০১৬বেশ ।।
-
বিশ্বামিত্র ১১/০৭/২০১৬'অন্ধ থাকুন'-ছোট কবিতায় অনেকটা বোঝান গেছে।খুব ভাল লাগল,শুভেচ্ছা রইল।
-
প্রিয় ১১/০৭/২০১৬বাস্তব ও সুন্দর কবিতা।
-
সভ্যচাষী সপ্তম ১১/০৭/২০১৬''আঁচ না লাগলে
জেগে উঠার কি দায়!'' আসলেই অন্ধ থাকুন..................... সুন্দর কথা......... -
মোনালিসা ১১/০৭/২০১৬সুন্দর বলেছেন
-
নাবিক ১১/০৭/২০১৬ভালো বলেছেন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬ধন্যবাদ!
মহারানী ভিক্টোরিয়া