শহরটা তুমি
এই শহরটা তোমার মতোন
নিজেকেই ভালবাসতে পারে
নিজেরই অপেক্ষা করতে পারে
আমাকে তার প্রয়োজন নেই।
এই শহরটা তোমার মতোন
কাজেই কাছে ডাকে
বাকী সময় আমি নেই
আমাকে তার প্রয়োজন নেই।
এই শহরটা বড্ড তুমি!
নিজেকেই ভালবাসতে পারে
নিজেরই অপেক্ষা করতে পারে
আমাকে তার প্রয়োজন নেই।
এই শহরটা তোমার মতোন
কাজেই কাছে ডাকে
বাকী সময় আমি নেই
আমাকে তার প্রয়োজন নেই।
এই শহরটা বড্ড তুমি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৬/০৭/২০১৬অসাধারন বাঙময় বহিঃপ্রকাশ!
-
প্রিয় ১২/০৭/২০১৬কবিতার ভাবটি একটু বলবেন????
-
মোবারক হোসেন ০৭/০৫/২০১৬শ্রুতিমধুর
কাব্য প্রয়াস -
মলয় ঘটক ২৯/০৩/২০১৬কিছু মনে করবেন না, ভাবছি লেখায় হাতেখরি কি না? চেষ্টা করতে থাকুন অবশ্যই ভালো লিখবেন, শুভ কামনা।
-
প্রদীপ চৌধুরী. ২৯/০৩/২০১৬বা! সুন্দর , কিন্তু কবিতা লিখতে হলে আরো সচেতন হতে হবে লেখার প্রতি|