জীবন জ্বালো
জীবন জ্বালো মৃত্যুর খেলা
জীবন আলো শঙ্কায় অবহেলা।
ভাবে যারা জীবন নিয়ে
কাঁদে সে কোন গোপনে।
হাসি হাসে আলোর ছায়ায়
সাহিত্য কাঁদে কোন জামানায়।
উষার আলো যামিনী ভরা
অাধার কালো ঘুচবে কারা।
যৌবন অদ্য ধীর-ধীরু
জীবন শঙ্কা ক্ষুব্ধ ভীরু
গড়ায় মানিক জুড়ায় ক্ষানিক
সন্ধ্যা ছড়ায় আলোর ঝিলিক।
কাতরানো ছিন্ন জীবন - মরণ
সাহিত্য তব সৃষ্টি দর্পণ
ভাঙ্গা -গড়া শূন্য তরী
জাগলো জোড়ায় আকাশ পরী।
ঘুম জাগালো বদলা ডাক
রাত ফুরানো উদাস ঢাক।
নম-নম উদার ভাষা
ভাঙ্গা গড়া শূন্য আশা
জীবন আলো শঙ্কায় অবহেলা।
ভাবে যারা জীবন নিয়ে
কাঁদে সে কোন গোপনে।
হাসি হাসে আলোর ছায়ায়
সাহিত্য কাঁদে কোন জামানায়।
উষার আলো যামিনী ভরা
অাধার কালো ঘুচবে কারা।
যৌবন অদ্য ধীর-ধীরু
জীবন শঙ্কা ক্ষুব্ধ ভীরু
গড়ায় মানিক জুড়ায় ক্ষানিক
সন্ধ্যা ছড়ায় আলোর ঝিলিক।
কাতরানো ছিন্ন জীবন - মরণ
সাহিত্য তব সৃষ্টি দর্পণ
ভাঙ্গা -গড়া শূন্য তরী
জাগলো জোড়ায় আকাশ পরী।
ঘুম জাগালো বদলা ডাক
রাত ফুরানো উদাস ঢাক।
নম-নম উদার ভাষা
ভাঙ্গা গড়া শূন্য আশা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল বালক ১০/০৬/২০১৭খুব ভাল প্রসঙ্গ, ভাল লাগলো হে কবি
-
অনিকেত ০৯/০৬/২০১৭"যৌবন অদ্য ধীর ধীরু' আহা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৬/২০১৭ভালো বিষয়।
-
Tanju H ০৯/০৬/২০১৭ভাবে যারা জীবন নিয়ে
কাঁদে সে কোন গোপনে
অসাধারন। -
সাইয়িদ রফিকুল হক ০৯/০৬/২০১৭প্রথম লাইনটি বুঝিনি।
-
সাঁঝের তারা ০৯/০৬/২০১৭খুব ভাল