মনে পড়ে তোমায়
মনে পড়ে তোমায়
আজও মনে পড়ে তোমায় যখন সন্ধ্যা হয়।
আজও মন কাঁদে চোখে বন্যা বয়।
কী দুষের দুষী কেড়ে নিলে মূখের হাসি।
মন আমার এখন আর আমার নয়।
মিথ্যা প্রেমে মন মেতে উঠেছিল।
চুখ মেলে দেখি মন ফাঁদে পড়েছিল।
মায়া মুখের আড়ালে ছলনা ছিল।
ভালবাসার বিনিময়ে যাতনা পেল।
এত নিষ্ঠুর কেউ কি হতে পারে।
ভালবাসার ঘর ভেঙ্গে কেউ কি ছেড়ে যেতে পারে।
আজও লাগে কল্পনা তোমার বেদনা।
কি ভূল ছিল আমার একবার বলনা।
আজ ভালবাসায় বিশ্বাস উঠে গেছে।
চোখের বন্যায় মন ডুবে গেছে।
আজও মনে পড়ে তোমায় যখন সন্ধ্যা হয়।
আজও মন কাদে চোখে বন্যা বয়।
অলি শর্ম্মা
আজও মনে পড়ে তোমায় যখন সন্ধ্যা হয়।
আজও মন কাঁদে চোখে বন্যা বয়।
কী দুষের দুষী কেড়ে নিলে মূখের হাসি।
মন আমার এখন আর আমার নয়।
মিথ্যা প্রেমে মন মেতে উঠেছিল।
চুখ মেলে দেখি মন ফাঁদে পড়েছিল।
মায়া মুখের আড়ালে ছলনা ছিল।
ভালবাসার বিনিময়ে যাতনা পেল।
এত নিষ্ঠুর কেউ কি হতে পারে।
ভালবাসার ঘর ভেঙ্গে কেউ কি ছেড়ে যেতে পারে।
আজও লাগে কল্পনা তোমার বেদনা।
কি ভূল ছিল আমার একবার বলনা।
আজ ভালবাসায় বিশ্বাস উঠে গেছে।
চোখের বন্যায় মন ডুবে গেছে।
আজও মনে পড়ে তোমায় যখন সন্ধ্যা হয়।
আজও মন কাদে চোখে বন্যা বয়।
অলি শর্ম্মা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অলি শর্ম্মা ১৮/০৯/২০১৮অশেষ ধন্যবাদ সবাইকে
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৯/২০১৮সমকালীন চিত্র।
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৯/২০১৮সুন্দর হয়েছে
-
সাঁঝের তারা ১৬/০৯/২০১৮ভাল
-
মেহেদী হাসান (নয়ন) ১৬/০৯/২০১৮খুব ভাল লিখছেন...