সময়
সময়
সময় বলে আমার সময় নেই,
টিক টিক করে আমি চলেই যাই।
অবহেলা যে করেছে আমায়,
আর কখনো সেকি ফিরে পায়।
আমি সেই অমূল্য স্বাধীনতার ইতিহাস,
কখনো করনা আমার উপহাস।
কি করে ভূলিবে তোমি সিরিয়া ইরাকের বিনাশ,
অসংখ্য বংশ যেখানে হারিয়েছে নিশ্বাস।
কখনো সূঃখ, কখনো দূঃখ, আমি নিয়ে আসি,
কখনো কান্না, কখনো আমি ছড়াই হাসি।
আমার টিক টিকে রবি সাড়া পায়,
স্বপ্ন পূরণ করিবারে তোমার ঘুম ভাঙ্গায়।
কখনো করনা আমায় অবহেলা,
অন্ধকার হবে জীবন ডুবে যাবে বেলা।
নির্দিষ্ট সময় রেখে ছিলাম তোমায় মায়ের গর্ভে
জন্ম নিয়েছ সেই ধার্য্য সময়ে না পরে না পূর্বে
হতাশ কেন তুমি যতক্ষণ চলিছে নিঃশ্বাস,
চেষ্টা কর বিজয়ী হবে নতুন প্রভাতে রাখো বিশ্বাস।
টিক টিক করে আমি নিরন্তর চলেছি,
তোমার সময় হলে তুমিও যাবে ভেবনা ভূলেছি।
। । অলি শর্ম্মা । ।
সময় বলে আমার সময় নেই,
টিক টিক করে আমি চলেই যাই।
অবহেলা যে করেছে আমায়,
আর কখনো সেকি ফিরে পায়।
আমি সেই অমূল্য স্বাধীনতার ইতিহাস,
কখনো করনা আমার উপহাস।
কি করে ভূলিবে তোমি সিরিয়া ইরাকের বিনাশ,
অসংখ্য বংশ যেখানে হারিয়েছে নিশ্বাস।
কখনো সূঃখ, কখনো দূঃখ, আমি নিয়ে আসি,
কখনো কান্না, কখনো আমি ছড়াই হাসি।
আমার টিক টিকে রবি সাড়া পায়,
স্বপ্ন পূরণ করিবারে তোমার ঘুম ভাঙ্গায়।
কখনো করনা আমায় অবহেলা,
অন্ধকার হবে জীবন ডুবে যাবে বেলা।
নির্দিষ্ট সময় রেখে ছিলাম তোমায় মায়ের গর্ভে
জন্ম নিয়েছ সেই ধার্য্য সময়ে না পরে না পূর্বে
হতাশ কেন তুমি যতক্ষণ চলিছে নিঃশ্বাস,
চেষ্টা কর বিজয়ী হবে নতুন প্রভাতে রাখো বিশ্বাস।
টিক টিক করে আমি নিরন্তর চলেছি,
তোমার সময় হলে তুমিও যাবে ভেবনা ভূলেছি।
। । অলি শর্ম্মা । ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০৯/০৯/২০১৮ভালো লাগলো
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৯/০৯/২০১৮প্রেরণা