অলি শর্ম্মা
। । ওগো বাংলা। ।
ওগো বাংলা তোমার বাঙ্গালী আজো শুয়ে আছে।
ব্যস্ত সবাই নিজঃ স্বার্থে মানবতাও অনেকে ভূলে গেছে।
নেই রবি ঠাকুর, নেই কবি নজরুল, কে জ্ঞানের প্রদীপ জ্বালাবে।
ওগো বাংলা তোমার বাঙ্গালী আজও শুয়ে আছে।
ধর্ম নিয়ে কেন দাঙ্গা, বিসর্জনে কেন বাঁধা।
ওগো পতাকা কেহ বোঝেনা তোমার রং কেন গেরুয়া,সবুজ,সাদা।
কে বোঝাবে কে শিখাবে তোমার এই নতুন প্রজন্ম।
কি করে জানিবে কি করে বোঝিবে,রবি ঠাকুরের, কবি নজরুলের, অবদান ওগো বাংলা তোমারি জন্য।
এক মুষ্টি লোকের কাছে হয়তো কিছু অর্থ আছে।
সামর্থ্য যাদের ওগো বাংলা তোমায় গড়ার‘ ব্যস্ত সবাই ওই অর্থের পিছে।
জ্ঞানী সবাই যদি জ্ঞান ব্যায় সততার কাজে।
অজ্ঞান নিবারণে যদি অসাফল্য কিছু নেই লাজে।
স্বর্ণ কলম বাংলার সমস্থ বিশ্বের কাছে।
তবু কেন ওগো বাংলা তোমার বাঙ্গালী চক্ষুহীন হয়ে আছে।
ওগো বাংলা তোমার বাঙ্গালী আজো শুয়ে আছে।
ব্যস্ত সবাই নিজঃ স্বার্থে মানবতাও অনেকে ভূলে গেছে।
। । অলি শর্ম্মা। ।
ওগো বাংলা তোমার বাঙ্গালী আজো শুয়ে আছে।
ব্যস্ত সবাই নিজঃ স্বার্থে মানবতাও অনেকে ভূলে গেছে।
নেই রবি ঠাকুর, নেই কবি নজরুল, কে জ্ঞানের প্রদীপ জ্বালাবে।
ওগো বাংলা তোমার বাঙ্গালী আজও শুয়ে আছে।
ধর্ম নিয়ে কেন দাঙ্গা, বিসর্জনে কেন বাঁধা।
ওগো পতাকা কেহ বোঝেনা তোমার রং কেন গেরুয়া,সবুজ,সাদা।
কে বোঝাবে কে শিখাবে তোমার এই নতুন প্রজন্ম।
কি করে জানিবে কি করে বোঝিবে,রবি ঠাকুরের, কবি নজরুলের, অবদান ওগো বাংলা তোমারি জন্য।
এক মুষ্টি লোকের কাছে হয়তো কিছু অর্থ আছে।
সামর্থ্য যাদের ওগো বাংলা তোমায় গড়ার‘ ব্যস্ত সবাই ওই অর্থের পিছে।
জ্ঞানী সবাই যদি জ্ঞান ব্যায় সততার কাজে।
অজ্ঞান নিবারণে যদি অসাফল্য কিছু নেই লাজে।
স্বর্ণ কলম বাংলার সমস্থ বিশ্বের কাছে।
তবু কেন ওগো বাংলা তোমার বাঙ্গালী চক্ষুহীন হয়ে আছে।
ওগো বাংলা তোমার বাঙ্গালী আজো শুয়ে আছে।
ব্যস্ত সবাই নিজঃ স্বার্থে মানবতাও অনেকে ভূলে গেছে।
। । অলি শর্ম্মা। ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০৭/০৯/২০১৮Basbata nikhut vabe fute utheche