www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডায়রির পাতা থেকে পর্ব ১

কয়েক বছর আগের ডায়রি ওল্টাতে-ওল্টাতে এটা পেলাম,জানি এটা সাধারণ একটা বিবরণ তাও দিচ্ছি। এই অধমের এই জ্বালাতনখানি একটু সহ্য করবেন।

১৬ই অক্টোবর ২০১৮
___________

আজ ১৬ই অক্টোবর,দূগ্গাপূজা। সকালে উঠলাম ৬টা বেজে ৫০ মিনিটে(যা আমার পক্ষে খুবই বিরল)। উঠে মুখ ধুয়ে,নতুন জামাকাপড় পড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আমাদের পাড়ার দূর্গা মন্দিরের ঘট ভরা চলছে,শুধু আমাদের পাড়ারই নয়-আশেপাশের পাড়ারও মন্দিরের ঘট ভরছে। ও হ্যাঁ ঘট ভরছে মানে ঠিকই ধরা হয়েছে-আজ সপ্তমী।
পাশের বাড়ির একজন দাদা এবং তার বন্ধু ঘাটের কাছে দাঁড়িয়ে ঘট ভরা রেকর্ড করছিল। তারপর আমি গিয়ে তাদেরকে কিছুক্ষণ সঙ্গ দিলাম। এরপর আমি পাশের পাড়ার ঠাকুর দেখতে গেলাম। তারপর বাড়ি ফিরে আমার বন্ধুর সাথে এসএমএসে কথা বললাম।

[*এখন ডায়রি থেকে লিখতে লিখতে যখন পাতা ওল্টালাম,দেখি দুটো পাতা মাঝে বাদ দিয়ে ফেলেছি। আর লেখাটির ভাষা পাল্টাতে পাল্টাতে লিখতে হচ্ছে,কারণ সেসময় একটু অন্যভাবে লিখতাম(যাতে সেগুলো পড়তে অন্যদের বিরক্তি লাগে আর অন্য কেউ আমার ডায়রি হাত না দেয়)। আর জায়গা ও বন্ধুর নাম ডায়রিতে লেখা থাকলেও এখানে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি গোপনীয়তার জন্য(এর জন্য আমি ক্ষমাপ্রার্থী)।]

তারপর সে আমাকে কল করতে বলল।
এ আবার কোনো কথা হল! মেসেজে কথা চলছে,আবার কল করতে হবে!
করলাম,
সে বলল-"বল",সঙ্গে সঙ্গে বলল।"কি করছিস?"
"কিছু নয়!"
"কোথায়?"
"কি কোথায়?"
"কোথায় আছিস এখন?"
"বাড়িতে!"
"ঠাকুর দেখতে গেলি না?"

(চলবে)
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৩০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast