তুমি আসবে বলে
তুমি আসবে বলে রাতে ঘুমাইনি......
তুমি আসবে বলে কোথাও যাইনি...
বৃষ্টি কে ঝরতে না করেছি......
বলেছি আমার সোনার আসাকে তুমি বিলম্ব করে দিওনা...।।
সূর্যকে বলেছি কঠোর তাপ দিও না...
কারণ তোমার তাপে পুড়ে সোনা আমার কষ্ট পাবে।
তুমি আসবে বলে পথের ধুলোকে বলেছি ফুল হয়ে যেতে...
যাতে তুমি ফুলের উপর দিয়ে হেটে আমার কাছে আসতে পার...
প্রকৃতি কে বলেছি শান্ত থাকতে......
কারণ তার শান্ত কোলে বসে শুধু তোমাকেই শুনবো............
রেস্টুরেন্ট টাকে করেছি খালি......
সেখানে তোমার সাথে থাকবো শুধু আমি।
তুমি আসবে তাই অধীর অপেক্ষায় বসে আছি......
যাতে তোমাকে মন ভরে দেখতে পারি......।।
তুমি আসবে বলে সব কিছুই আজ শান্ত আর নীরব.........
কারণ সব কিছুই আজ শুধু তোমার অপেক্ষায় আছে......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসোয়াদ লোদি ১০/০৮/২০১৪প্রিয়া আসার পূর্ব প্রস্তুতি বেশ সুন্দর ভাবে এসেছে কবিতায় ।
-
রামবল্লভ দাস ১০/০৮/২০১৪বাহ্ ! সুন্দর !
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/০৮/২০১৪চঅতকার