ছোট হে
ছোট আমি হে বলি আকাশচুম্বী বড়গাছা
পদতলে তাকিওবারে
ভূপৃষ্ঠে মোরা পিপড়ে ছানা,
সাগর তোমার শরাবস্থলী
আমাজন তথায় খাদ্য অংকুরাহী
মোদের তরে মিলাইও নদী
রাখিও স্থুল পৃষ্ঠভূমি ।
মোদের তরে অসাধ্য যাহা
তোমার তাহা হস্তধুলি
ঝাড়িবার তরেও রাখিও নিশান
তাহাই মোদের পথের দিশান,
কৃপার তরে কন্ঠে ভসাবো
আকাশচুম্বী বিজয় ধ্বনি ।
পদতলে তাকিওবারে
ভূপৃষ্ঠে মোরা পিপড়ে ছানা,
সাগর তোমার শরাবস্থলী
আমাজন তথায় খাদ্য অংকুরাহী
মোদের তরে মিলাইও নদী
রাখিও স্থুল পৃষ্ঠভূমি ।
মোদের তরে অসাধ্য যাহা
তোমার তাহা হস্তধুলি
ঝাড়িবার তরেও রাখিও নিশান
তাহাই মোদের পথের দিশান,
কৃপার তরে কন্ঠে ভসাবো
আকাশচুম্বী বিজয় ধ্বনি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ উবায়দুর রহমান ২৯/১০/২০১৭আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ
-
সোলাইমান ২৯/১০/২০১৭অপূর্ব হয়েছে কবি
শুভেচ্ছা ও অভিনন্দন -
আজাদ আলী ২৮/১০/২০১৭Khub sundar
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/১০/২০১৭সু ন্দ র।
-
দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৭খুব সুন্দর
-
সাঁঝের তারা ২৮/১০/২০১৭ভাল