ভাষ্য ভ্রতা
চেতনা ঝরায় রক্তিম আভায় সংগোপনে বাধি আশা
নিরশ আকাশ সুধায় সৌজন্য
সল্প নীড়ে দেখি আরন্য সপ্ন ছড়ায় মহুর্ছনা,
গড়ায়ে কাল করিয়া সংকলন আবেগর গীতি ভষ্য ছেরা
জুটল সবে সদয় পিতা মন মহিতে অভায়ারন্য
কৃত করিয়া মোরে গীতি ছড়ায়ে বিশ্ব বারে
সৃজন করিতে মোরে দৃঢ় ভাষ্য ভ্রতা ৷
নীনে উড়ে রঙ্গিন ঘুড়ি শ্যামলে ভরায় মর্ম স্মৃতি
সংক্ষচিলে আসে চিঠি খামের গায়ে কর্ম রীতি,
পারি দিতে পথ কথ্য ভেলা
টানা পালে জড়িয়ে বেলা
উর্ধবারে ডাকছে তেড়ে জানায় অবর্থনা ৷
স্বয়নে জুটিলো বন্যরাণী জড়ায়ে আচল মোর দেহখানি
জুটায়ে বহুবল সাজায়ে বক্ষতল আপন করিয়া খানি,
মধুর কন্ঠে শুনায় আবাশ রাজ্য জয়ী ভিন্ন বাণী
গীতি ছড়ায়ে বিশ্ব বারে সৃজন করিতে মোরে দৃঢ় ভাষ্য ভ্রতা ৷
নিরশ আকাশ সুধায় সৌজন্য
সল্প নীড়ে দেখি আরন্য সপ্ন ছড়ায় মহুর্ছনা,
গড়ায়ে কাল করিয়া সংকলন আবেগর গীতি ভষ্য ছেরা
জুটল সবে সদয় পিতা মন মহিতে অভায়ারন্য
কৃত করিয়া মোরে গীতি ছড়ায়ে বিশ্ব বারে
সৃজন করিতে মোরে দৃঢ় ভাষ্য ভ্রতা ৷
নীনে উড়ে রঙ্গিন ঘুড়ি শ্যামলে ভরায় মর্ম স্মৃতি
সংক্ষচিলে আসে চিঠি খামের গায়ে কর্ম রীতি,
পারি দিতে পথ কথ্য ভেলা
টানা পালে জড়িয়ে বেলা
উর্ধবারে ডাকছে তেড়ে জানায় অবর্থনা ৷
স্বয়নে জুটিলো বন্যরাণী জড়ায়ে আচল মোর দেহখানি
জুটায়ে বহুবল সাজায়ে বক্ষতল আপন করিয়া খানি,
মধুর কন্ঠে শুনায় আবাশ রাজ্য জয়ী ভিন্ন বাণী
গীতি ছড়ায়ে বিশ্ব বারে সৃজন করিতে মোরে দৃঢ় ভাষ্য ভ্রতা ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭কবিতাটা ভাল লেগেছে।
-
টি এম আমান উল্লাহ ২৬/১০/২০১৭valo
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/১০/২০১৭অনেক বানান ভুল আছে।
-
আজাদ আলী ২৬/১০/২০১৭Nice
-
সুমন দাস। ২৬/১০/২০১৭খুব সুন্দর