তোমার কলম
তোমার কলমের কালো কালিতে
লিখিও বন্ধু সাদা
সত্য সঠিক সফেদ পথের
লিখিও ভাল কথা ।
তোমার কলম গাহিয়া উঠুক
মহা সত্যের গানে
এই যে সমাজ বদলে দিও
শুভ্র আলোর বানে ।
পবিত্র ও কালির আচর
তোমার কলম হাজার বছর
করে যেন শাসন
দেশ কালের সীমা ছেড়ে
সবার মনে বন্ধু যেন
গড়ে গো আসন ।
তোমার কলম আজকে তবে
নেবে কি শপথ?
ছেড়ে কালো ধরবে আলো
পাবে কি সুপথ!
লিখিও বন্ধু সাদা
সত্য সঠিক সফেদ পথের
লিখিও ভাল কথা ।
তোমার কলম গাহিয়া উঠুক
মহা সত্যের গানে
এই যে সমাজ বদলে দিও
শুভ্র আলোর বানে ।
পবিত্র ও কালির আচর
তোমার কলম হাজার বছর
করে যেন শাসন
দেশ কালের সীমা ছেড়ে
সবার মনে বন্ধু যেন
গড়ে গো আসন ।
তোমার কলম আজকে তবে
নেবে কি শপথ?
ছেড়ে কালো ধরবে আলো
পাবে কি সুপথ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০১/১২/২০১৫ভালো হয়েছে।
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/১১/২০১৫দারুন হয়েছে
-
মোঃ মুলুক আহমেদ ২৪/১১/২০১৫ভালো লাগলো|
-
দেবাশীষ দিপন ২৩/১১/২০১৫ভাল লাগলো কবি।
-
মোহাম্মদ এনামুল হক ২৩/১১/২০১৫ধন্যবাদ কবি বন্ধুকে ।
-
নির্ঝর ২৩/১১/২০১৫অনেক ভাল লেগেছে