ব্যথিত কবিতার কোরাস
কবিতার খাতা
পড়ে আছে কবির টেবিলে
কবি অচেতন, এক কেবিনে
হাসপাতালে, কেউ এখানে
পড়েনা কোন কবিতা
প্রেসক্রিপসন গুলো
ডাক্তারের টেবিলে
পড়ে আছে কবিতার মত
অর্ধচেতন কবির চোখে ।
চারিদিকে রূগীর আর্তনাদ
ব্যথিত কবিতার কোরাস
হাসপাতালেও কবিতার চাষ!
কবি চশমা খুলে চোখ মুছে
ভাল করে চেয়ে দেখে
চল্লিশোর্ধ এই সেবিকাটি
আর কেউ নয় তারই
হারানো সেই হৃদয়ের
কবিতাখানি দাড়িয়েছে
মুখোমুখি।
যাকে খুজে খুজে
ভেবে ভেবে বার্ধক্য
এসে ঘর বেধেঁছে
শরীরে তার ।
মুহূর্তেই কবি
সুস্থ আগের মত
ফিরে পেয়ে বল
যেন
ফিরে গেল অসংখ্য
কবিতার
জগতে আবার ।
পড়ে আছে কবির টেবিলে
কবি অচেতন, এক কেবিনে
হাসপাতালে, কেউ এখানে
পড়েনা কোন কবিতা
প্রেসক্রিপসন গুলো
ডাক্তারের টেবিলে
পড়ে আছে কবিতার মত
অর্ধচেতন কবির চোখে ।
চারিদিকে রূগীর আর্তনাদ
ব্যথিত কবিতার কোরাস
হাসপাতালেও কবিতার চাষ!
কবি চশমা খুলে চোখ মুছে
ভাল করে চেয়ে দেখে
চল্লিশোর্ধ এই সেবিকাটি
আর কেউ নয় তারই
হারানো সেই হৃদয়ের
কবিতাখানি দাড়িয়েছে
মুখোমুখি।
যাকে খুজে খুজে
ভেবে ভেবে বার্ধক্য
এসে ঘর বেধেঁছে
শরীরে তার ।
মুহূর্তেই কবি
সুস্থ আগের মত
ফিরে পেয়ে বল
যেন
ফিরে গেল অসংখ্য
কবিতার
জগতে আবার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১১/১১/২০১৫বেশ রোমাঞ্চকর, তাই শেষ পর্যন্ত রোমাঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। আশাহত হইনি নিশ্চয়! শুভেচ্ছা রইলো।
-
মোহাম্মদ এনামুল হক ১০/১১/২০১৫ধন্যবাদ ।
-
রইস উদ্দিন খান আকাশ ১০/১১/২০১৫অনেক শুভেচ্ছা
-
দেবাশীষ দিপন ১০/১১/২০১৫বাহ দারুণ লিখলেন কবি।।
-
মোঃ নাজমুল হাসান ০৯/১১/২০১৫চমৎকার। শুভেচ্ছা রইলো।
-
এস, এম, আরশাদ ইমাম ০৮/১১/২০১৫আহা! বিশ বছর আগে যদি তুমি আসতে, এই হাসপাতাল , প্রেসক্রিপশন দরকার হতো না। বরং হতো ২গ বছরের নিটোল ভরা যৌবনা এর টসটসে কবিতা। হে সেবিকা তুমি বড় দেরি করে এলে।
দারুণ!