ভালবেসে শুধরে দিও
আঘাতে নয় বন্ধু,
ভালবেসে শুধরে দিও
তোমার কাছে টেনে নিও
পরম আদরে ।
কটুক্তিতে নয়
সুন্দর সম্ভাষনে
নরম ভাষার সুরে
গ্রহণ কোরো সাদরে ।
মিথ্যাকে সত্য দিয়ে
অশ্লীলকে শালীনতা দিয়ে
বন্ধু রুখে দিও ।
ভালবেসে শুধরে দিও
তোমার কাছে টেনে নিও
পরম আদরে ।
কটুক্তিতে নয়
সুন্দর সম্ভাষনে
নরম ভাষার সুরে
গ্রহণ কোরো সাদরে ।
মিথ্যাকে সত্য দিয়ে
অশ্লীলকে শালীনতা দিয়ে
বন্ধু রুখে দিও ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১৩/১১/২০১৫চমৎকার কিস্তিমাত। এককথায় অসাধারণ
-
রইস উদ্দিন খান আকাশ ১০/১১/২০১৫nice
-
শমসের শেখ ০৭/১১/২০১৫আরো ভেবে লিখতে হবে, ছন্দের অমিল
-
রুহুল আমীন রৌদ্র. ০৭/১১/২০১৫অসাধারণ কবিতা...
-
ঋজু কবি ০৬/১১/২০১৫খুব সুন্দর কবিতা ।
-
নির্ঝর ০৬/১১/২০১৫খুবেই সুন্দর
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৫/১১/২০১৫দারুণ
-
নাসিফ আমের চৌধুরী ০৫/১১/২০১৫ভাল লাগল
-
Md. Ashik Hossain Rone ০৫/১১/২০১৫দারুন
-
সমরেশ সুবোধ পড়্যা ০৫/১১/২০১৫দারুন কথা, ভাল লাগলো কবিতা ।