দরাজ কন্ঠে ঘোষনা করি
কেউ আজ শোনেনা কারো কথা
সবজান্তা শমশের সবাই আজ
নেই কাজ যেন খই ভাজ !
এমনি পৃথিবীতে সত্যেকে
খোঁজে কয়জনে ।
সবাই যেন মহারাজ
সবার কথায় শুধু ঝাঁঝ
মহাসত্যেকে শুনে-
যেন মাথায় পড়ে বাঁজ ।
উঠে গেছে শরম-লাজ
উল্লুকপনা, বেহায়াপনার তাজ
আমাদের মাথায়,
ছাড়িয়া নামাজ!
আমাদের কপালে আজ
পড়িয়াছে ভাঁজ, গভীর চিন্তার
রেখা দেখা দিয়েছে
স্বীকার করিতে তবু
কেউ কেউ নারাজ!
দরাজ কন্ঠে ঘোষনা করি তবু
একদিন হবেই হেথা ”সত্যের রাজ” ।
সবজান্তা শমশের সবাই আজ
নেই কাজ যেন খই ভাজ !
এমনি পৃথিবীতে সত্যেকে
খোঁজে কয়জনে ।
সবাই যেন মহারাজ
সবার কথায় শুধু ঝাঁঝ
মহাসত্যেকে শুনে-
যেন মাথায় পড়ে বাঁজ ।
উঠে গেছে শরম-লাজ
উল্লুকপনা, বেহায়াপনার তাজ
আমাদের মাথায়,
ছাড়িয়া নামাজ!
আমাদের কপালে আজ
পড়িয়াছে ভাঁজ, গভীর চিন্তার
রেখা দেখা দিয়েছে
স্বীকার করিতে তবু
কেউ কেউ নারাজ!
দরাজ কন্ঠে ঘোষনা করি তবু
একদিন হবেই হেথা ”সত্যের রাজ” ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ০৯/০৬/২০১৫ভালো লাগলো !!
-
সাইদুর রহমান ০৬/০৬/২০১৫বেশ লিখেছেন।
ভালো লাগলো। -
রক্তিম ২৯/০৪/২০১৫হুম তাই নাকি ? হবে বোধ হ্য়.
-
অ ২৯/০৪/২০১৫বেশ ।
-
সহিদুল ইসলাম ২৯/০৪/২০১৫সত্য কথা