ব্যথা
ডাক এসেছে আকাশ হতে
বিদায় দাও হে মোরে,
অবশেষে বুঝি তাল হারাবো
প্রিয় লোচোনের ঘোরে।
জীর্ণ হৃদয়ে দুঃখ-কষ্ট
নেব হে যতটা ধরে,
কখনও যেন না করে তাড়া
তাহাদের চুপিসারে।
জীবন ভোরে নিয়ে গেছি কত
পারিনি হে কিছু দিতে,
জেনে রেখ আর চাইনা করুণা
কর্তার ধরণীতে।
কর্তা দিয়েছে বুকভরা আশা
গোলা ভরে স্মৃতি কথা,
আপনার মনে করি হে বপন
ইহ জগতের ব্যথা ।।
বিদায় দাও হে মোরে,
অবশেষে বুঝি তাল হারাবো
প্রিয় লোচোনের ঘোরে।
জীর্ণ হৃদয়ে দুঃখ-কষ্ট
নেব হে যতটা ধরে,
কখনও যেন না করে তাড়া
তাহাদের চুপিসারে।
জীবন ভোরে নিয়ে গেছি কত
পারিনি হে কিছু দিতে,
জেনে রেখ আর চাইনা করুণা
কর্তার ধরণীতে।
কর্তা দিয়েছে বুকভরা আশা
গোলা ভরে স্মৃতি কথা,
আপনার মনে করি হে বপন
ইহ জগতের ব্যথা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নূরুজ্জামান নাঈম ১৬/১২/২০১৫এই কবিতাটিতে যত ভাই মন্তব্য করেছেন সকলকেই আমার শুভেচ্ছা জানালাম।
-
মরুভূমির জলদস্যু ২৪/১১/২০১৫নূরুজ্জামান ভাই ব্যথা বানান ভুল হয়েছে।
-
নির্ঝর ২২/১১/২০১৫সাধারন
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১১/২০১৫তাহাদের >তাদের
ব্যাথা >ব্যথা
::
দারুণ কবিতা। -
হাসান কাবীর ২২/১১/২০১৫ভালো লেগেছে।
-
মোহাম্মদ আয়নাল হক ২২/১১/২০১৫অসাধারণ
-
এস, এম, আরশাদ ইমাম ২১/১১/২০১৫বড় দুখ্খ পেলাম।