স্বচ্ছকর
আলোক দর্শনে হেরিল চক্ষু
বাত্তি নিভূ এই ঘরে,
দিবা রাত্রি ননিভূাইতো কিছু
দর্শন করো স্বচ্ছকর অন্তরে।
ভিঞ্চির তুলিতে মোনালিসা
গোধূলীতে তাই রঙের নেশা,
অগ্নি নাহি তো চিতার পরে
দর্শন করো স্বচ্ছকর অন্তরে।
শিক্ষা নাহি তো পুস্তক পড়ে
শিক্ষা পাইবে দর্শন করে,
জিগাও তোমরা প্রকৃতিরে
দর্শন করো স্বচ্ছকর অন্তরে।
শ্রীমুণ্ডে তোমরা ধ্বংস হইবে
রঙিন পাইবে চক্ষু ভাঁজে,
ধ্যানে পড় যদি অন্ধকারে
দর্শন করো স্বচ্ছকর অন্তরে॥
[www.bangla-kobita.com/nuruzzaman2020/]
বাত্তি নিভূ এই ঘরে,
দিবা রাত্রি ননিভূাইতো কিছু
দর্শন করো স্বচ্ছকর অন্তরে।
ভিঞ্চির তুলিতে মোনালিসা
গোধূলীতে তাই রঙের নেশা,
অগ্নি নাহি তো চিতার পরে
দর্শন করো স্বচ্ছকর অন্তরে।
শিক্ষা নাহি তো পুস্তক পড়ে
শিক্ষা পাইবে দর্শন করে,
জিগাও তোমরা প্রকৃতিরে
দর্শন করো স্বচ্ছকর অন্তরে।
শ্রীমুণ্ডে তোমরা ধ্বংস হইবে
রঙিন পাইবে চক্ষু ভাঁজে,
ধ্যানে পড় যদি অন্ধকারে
দর্শন করো স্বচ্ছকর অন্তরে॥
[www.bangla-kobita.com/nuruzzaman2020/]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১৫/১০/২০১৫
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ৩০/০৯/২০১৫valo laglo
-
অভিষেক মিত্র ২৯/০৯/২০১৫fatafati
-
ফয়সাল শাহ ২৫/০৯/২০১৫Valo
-
মুরাদ হোসেন ২৫/০৯/২০১৫সুন্দর হয়েছে কবি ।
শুভ কামনা আপনার জন্য।