আসিবে বলে
তুমি আসিবে বলে-
নীহারীকাপুঞ্জ হতে আলো এনেছি
সভা ডেকেছি তারকাদের নিয়ে,
চাঁদকে বলেছি...
ওহে, রইওনা আড়ালে লুকিয়ে,
আজি জোনাই জ্বেলেছি
আসিবে বলে মোর প্রিয়ে।
প্রভাতে রবিরে জাগিয়েছি
পাখিদের গান গাহিয়ে,
দ্বিপ্রহরে বুকে উষ্ণতা দিয়েছি
বিকেলও পড়েনি ঘুমিয়ে,
অপরাহ্নে ধরা কত রাঙায়েছি
জান? আসিবে বলে মোর প্রিয়ে।
দিনের আলো হারিয়ে ফেলেছি
গিয়েছে সব-ই ঘুমিয়ে,
তোমার এ আসা হবেনা বুঝেছি
স্বপ্ন সকল হারিয়ে।।
১৬-০৩-২০১৫ইং।
বীরগঞ্জ, দিনাজপুর।
নীহারীকাপুঞ্জ হতে আলো এনেছি
সভা ডেকেছি তারকাদের নিয়ে,
চাঁদকে বলেছি...
ওহে, রইওনা আড়ালে লুকিয়ে,
আজি জোনাই জ্বেলেছি
আসিবে বলে মোর প্রিয়ে।
প্রভাতে রবিরে জাগিয়েছি
পাখিদের গান গাহিয়ে,
দ্বিপ্রহরে বুকে উষ্ণতা দিয়েছি
বিকেলও পড়েনি ঘুমিয়ে,
অপরাহ্নে ধরা কত রাঙায়েছি
জান? আসিবে বলে মোর প্রিয়ে।
দিনের আলো হারিয়ে ফেলেছি
গিয়েছে সব-ই ঘুমিয়ে,
তোমার এ আসা হবেনা বুঝেছি
স্বপ্ন সকল হারিয়ে।।
১৬-০৩-২০১৫ইং।
বীরগঞ্জ, দিনাজপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ২৩/০৯/২০১৫অনেক ভালো লাগলো, কবিতায় দারুন ছন্দ মন জাগলো।
-
রাধাশ্যাম জানা ০৫/০৪/২০১৫Sundar kobita..pore valolaglo!
-
অ ২৮/০৩/২০১৫বেশ ভালো লিখেছেন ...।।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০৩/২০১৫ভালো ই লাগলো
-
রক্তিম ১৭/০৩/২০১৫স্বপ্ন হারিয়ে যায়না । স্বপ্ন ছোটে আগামী দিনে।
-
মল্লিকা রায় ১৭/০৩/২০১৫বাহ্ চমত্কার কবিতা।শুভেচ্ছা জানিয়ে গেলাম।
-
পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫ভাল লাগল