কোন সে ভুলে
বহুদিন পরে হাতের মুঠোয়
পেয়েছি যে অভিধান,
তাতে কর্কশ শব্দ আছে
নেই মান-অভিমান।
কোমলমতি সুর নেই তাতে
নেইকো প্রাণের আকুতি,
বজ্রপাতের ধ্বনিতে ভরা
নেই রঙ নেই প্রকৃতি।
ধূলায় ধূসর পাতাটি দেখি
একটুখানি ছেড়া,
বলো; কোন সে মিস্ত্রী
যে দেবে ইহারে জোড়া।
কোন কথা হায়! ইহাতে ছিল
কেউ কী নিয়েছে খোঁজ?
কোন সে ভুলে হারিয়ে চলেছে
জীবন পাতারা রোজ ।।
পেয়েছি যে অভিধান,
তাতে কর্কশ শব্দ আছে
নেই মান-অভিমান।
কোমলমতি সুর নেই তাতে
নেইকো প্রাণের আকুতি,
বজ্রপাতের ধ্বনিতে ভরা
নেই রঙ নেই প্রকৃতি।
ধূলায় ধূসর পাতাটি দেখি
একটুখানি ছেড়া,
বলো; কোন সে মিস্ত্রী
যে দেবে ইহারে জোড়া।
কোন কথা হায়! ইহাতে ছিল
কেউ কী নিয়েছে খোঁজ?
কোন সে ভুলে হারিয়ে চলেছে
জীবন পাতারা রোজ ।।
বীরগঞ্জ, দিনাজপুর। ১৫-০৩-১৫ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০৫/০৪/২০১৫Kobitati porhlam,bes valo..!
-
জাফর পাঠান ১৫/০৩/২০১৫জীবনধর্মী ছন্দময় ছড়াটি বেশ ভালো লাগলো । ভালো থাকুন নিরন্তর ।
-
স্বপন রোজারিও(১) ১৫/০৩/২০১৫চমৎকার হয়েছে। ভুল জীবনের পাতায় পাতায়।
-
সবুজ আহমেদ কক্স ১৫/০৩/২০১৫ফাইন
-
আবিদ আল আহসান ১৫/০৩/২০১৫Nice