বোকা বাঙালিনী
যে ছবি ঘুমিয়ে আছে
নিঃস্তব্ধ এই অন্তরে,
দিয়েছি তারে স্বাধীনতা
ফিরাবোনা আর সেগুন বাগিচাতে।
সহস্র জনমের সাধনাটি তার
ভাঙতে চাইনা পলকে,
মিশে যাক সে অজানায়
মরু-প্রান্তর কিবা হাওয়াতে।
যত খানি বুকে ভালোবাসা ছিল
দিয়েছি যে তারে বিলিয়ে,
হৃদয় ড্রয়ারের খসড়া ভেবে
হয়তোবা দিয়েছে জ্বালিয়ে।
তবুও তারে কভূ করিনি দোষী
গোধূলীর রং এ রাঙিয়ে,
ঘুমিয়ে থাক সে বোকা বাঙালিনী
রঙিন শাড়ী দেহে জড়িয়ে॥
নিঃস্তব্ধ এই অন্তরে,
দিয়েছি তারে স্বাধীনতা
ফিরাবোনা আর সেগুন বাগিচাতে।
সহস্র জনমের সাধনাটি তার
ভাঙতে চাইনা পলকে,
মিশে যাক সে অজানায়
মরু-প্রান্তর কিবা হাওয়াতে।
যত খানি বুকে ভালোবাসা ছিল
দিয়েছি যে তারে বিলিয়ে,
হৃদয় ড্রয়ারের খসড়া ভেবে
হয়তোবা দিয়েছে জ্বালিয়ে।
তবুও তারে কভূ করিনি দোষী
গোধূলীর রং এ রাঙিয়ে,
ঘুমিয়ে থাক সে বোকা বাঙালিনী
রঙিন শাড়ী দেহে জড়িয়ে॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০৫/০৪/২০১৫Kobita valo..sundar biboron..!
-
রফিক রায়হান ১৬/০৩/২০১৫ভালো হয়েছে
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০৩/২০১৫ভালো লেগেছে
-
নাজমুল আহসান ১৫/০৩/২০১৫আধুনিক সাহিত্যে স্ত্রি লিঙ্গের ব্যবহার নেই বল্লেই চলে । বাঙালিনী এর স্থলে বাঙালি হবে ।
জ্বলিয়ে নয়-জ্বালিয়ে । ড্রয়ার হবে ।রাঙিয়ে হবে । থাক-এ হষেন্তর ব্যবহার কেন হবে ? প্রেয়সীর প্রতি অভিমান ঝরানো লেখাটিতে দহন-জ্বালা স্পষ্ট । লেখাটির প্রবাহ যদি আরো গতিশীল হতো তবে এটি আরো প্রানবন্ত হতে পারতো । ধন্যবাদ । -
স্বপন রোজারিও(১) ১৪/০৩/২০১৫ভালবাসা, ভালবাসা।
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫দারুন